সাত সকালে বোমাতঙ্ক! উড়িয়ে দেওয়া হবে রাজ্যের একাধিক স্কুল, হুমকি মেইল নিয়ে হুলস্থুল কাণ্ড

বাংলা হান্ট ডেস্ক : গোটা রাজ্য জুড়ে যখন আইপিএল-র ব্যস্ততা তখনই আতঙ্ক ছড়াল একটি হুমকি ইমেইল (Threat Mail)। কলকাতা (Kolkata) সহ রাজ্যের একাধিক স্কুলে ছড়াল বোমাতঙ্ক। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে স্কুল। সকাল হলেই বইবে রক্তবন্যা। এমন মর্মেই হুমকি মেইল এসেছে বলে দাবি কর্তৃপক্ষের। ঘটনার জেরে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলগুলিতে।

সূত্রের খবর, কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পাঠায় কেউ বা কারা। গত রবিবার রাত ১২ টার পর মেইল ঢুকতে শুরু করে এইসব স্কুলের মেইল আইডিতে। এরপরেই কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে স্কুল কর্তৃপক্ষরা। কলকাতার পাশাপাশি শিলিগুড়ি-সহ রাজ‍্যের একাধিক স্কুল থেকে উড়ে আসে অভিযোগ।

খবর পাওয়া মাত্রই তদন্ত শুরু করে লালবাজার। তদন্ত শুরু করে কলকাতা পুলিশের সাইবার শাখা। জায়গায় জায়গায় পৌঁছে যায় বম্ব স্কোয়াড। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় খানাতল্লাশি। যদিও মঙ্গলবার সকাল অবধি পাওয়া খবর অনুযায়ী, এখনও কোথাও কোনও বোমার সন্ধান পাওয়া যায়নি। তবে এই মেইল কে বা কারা পাঠিয়েছে তা জানার চেষ্টা করছে তদন্তকারী কর্মকর্তারা।

আরও পড়ুন : ৫০ কিমি বেগে কালবৈশাখী ঝড়, মঙ্গলে প্রবল দুর্যোগ! দক্ষিণবঙ্গের ৮ জেলায় জারি হাই অ্যালার্ট: আবহাওয়ার খবর

সূত্রের খবর, এই হুমকি মেলে লেখা ছিল, ‘শ্রেণিকক্ষের বাইরে বোমা রাখা আছে৷ আগামিকাল স্কুলে বাচ্চারা এলেই বোমা ফাটবে৷ আমাদের লক্ষ্য বেশি সংখ্যক মানুষকে রক্তস্রোতে ভাসিয়ে দেওয়া হয়।’ তবে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, এই হুমকি মেইল এমনি এমনি কেউ পাঠায়নি। দুই সন্ত্রাসবাদী দলকে সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সেই দুই সংগঠন কী কী সেই সম্পর্কে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর