৫০ কিমি বেগে কালবৈশাখী ঝড়, মঙ্গলে প্রবল দুর্যোগ! দক্ষিণবঙ্গের ৮ জেলায় জারি হাই অ্যালার্ট: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : ভরা বসন্তে তাপপ্রবাহের বাড়বাড়ন্তে অতিষ্ঠ হয়ে উঠেছিল বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের (South Bengal) বেশকিছু জেলায় তো তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪০ ডিগ্রির গণ্ডিও। এমন আবহে স্বস্তি ফিরিয়ে এনেছে বৃষ্টি। গত দুই দিনে এক ধাক্কায় তাপমাত্রা কমেছে ১১ ডিগ্রি। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর। এখন প্রশ্ন হল, বঙ্গে বৃষ্টি আর কতদিন?

মঙ্গলবার সকাল থেকেই মুখ গোমড়া আকাশের। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে দিনভর রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে এই পাঁচ জেলার জন্য সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন (India Meteorological Department)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) : আপাতত হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কোনও বৃষ্টির সম্ভাবনা দেখছেনা আবহাওয়া দফতর। উল্টে গতকালের থেকে তাপমাত্রা একটু বাড়তে পারে এই ১০ জেলায়। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ-র সতর্কতাও রয়েছে এই ৫ জেলার জন্য।

তবে বৃষ্টি বাড়বে বুধবার। আগামি ১০ তারিখ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বৃহস্পতিবারও। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামের জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুক্রবারও ঝেঁপে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ৮ জেলায়।

আরও পড়ুন : বিপদের মুখে শামি সহ ৩ বোলারের কেরিয়ার, মায়াঙ্ককে সরিয়ে টিম ইন্ডিয়ায় এন্ট্রি নিতে পারে এই বিধ্বংসী বোলার

উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather): মঙ্গলবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ের জন্য রয়েছে হলুদ সতর্কতা। তবে বৃষ্টি হবেনা মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে।

আরও পড়ুন : হেরে হেরে দেওয়ালে ঠেকল পিঠ, এবার বড় চাল সৌরভের! দিল্লিতে নয়া চমক

উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য হলুদ সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন‌। একই সাথে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় উঠতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ। বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারও।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর