মমতার জনসভায় সোনার হার খোয়ালেন একাধিক মহিলা! ‘দুষ্কৃতীদের আখড়া’, কটাক্ষ শুভেন্দুর

Published on:

Published on:

Several women lose gold necklaces at rally of Mamata Banerjee.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে একদিনের সফরে নদিয়া গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে প্রথমে সরকারি অনুষ্ঠানের পরে তিনি যোগ দেন তাঁর রাজনৈতিক সভায়। এদিকে, মুখ্যমন্ত্রীর জনসভাতেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। মূলত, জনসভাতে মুখ্যমন্ত্রীকে দেখতে এসে সোনার হার খোয়ালেন একাধিক মহিলা। তারপরেই কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) জনসভায় সোনার হার খোয়ালেন একাধিক মহিলা:

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভীমপুর থানার হরিনগর থেকে এদিনের সভায় উপস্থিত হয়েছিলেন কণিকা পাল, বিজলী বিশ্বাস, চন্দনা মন্ডলেরা। তাঁরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে জনসভায় আসেন। এমতাবস্থায়, প্রবল ভিড়ে কেউ বা কারা তাঁদের গলার সোনার হার ছিনতাই করে নেয়।

আরও পড়ুন: অরুণাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! খাদে পড়ল ট্রাক, মৃত ২২ জন পরিযায়ী শ্রমিক

প্রথমে তাঁরা বিষয়টি বুঝতে না পারলেও জনসভা শেষে বাড়ি ফেরার আবহে সোনার হার ছিনতাই হওয়ার ঘটনা তাঁদের নজরে আসে। তারপরেই কান্নায় ভেঙে পড়েন তাঁরা। কাঁদতে কাঁদতে তাঁরা জানান মুখ্যমন্ত্রীর জনসভাতে উপস্থিত হয়েই তাঁরা ছিনতাইর শিকার হয়েছেন। এদিকে, খোদ মুখ্যমন্ত্রী জনসভাতেই এহেন চাঞ্চল্যকর ঘটনার প্রসঙ্গ সামনে আসতে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে হইচই।

আরও পড়ুন: এবার U19 এশিয়া কাপে দাপট দেখাতে প্রস্তুত বৈভব সূর্যবংশী! কবে-কখন-কোথায় দেখবেন ম্যাচ?

ইতিমধ্যেই সোনার হার খোয়া যাওয়ার পর ওই মহিলাদের কান্নার ভিডিও সামনে এনে ঘটনাটির কড়া সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, ‘পুলিশ মন্ত্রী মাননীয়ার রাজত্বে পুলিশ মন্ত্রী মাননীয়ার রাজত্বে এমনিতেই চোর জোচ্চোরদের ছড়াছড়ি, তারপরে ওনার সভা তো চোর বাটপার দুষ্কৃতীদের আখড়া, সেখানে সোনার হার চুরি হবে, এতে অবাক হওয়ার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘যেখানে চাকরি চোর থেকে রেশন চোর, কয়লা, গরু, বালি, পাথর পাচারকারীরা আসে অনুপ্রেরণার টানে, সেই সভায় গেলে মা বোন দিদিদের বলব সাবধানে থাকবেন ও সচেতন থাকবেন, যেখানে রাজ্যের যুবক যুবতীদের ভবিষ্যত চুরি হয়ে যাচ্ছে সেখানে সোনার হার চুরি তো সামান্য বিষয়।’