ইন্টার মিলানকে হারিয়ে ষষ্ঠবার ইউরোপা লিগ জিতে নিল সেভিয়া

বাংলাহান্ট ডেস্কঃ হাড্ডাহাড্ডি ম্যাচে ইন্টার মিলানকে হারিয়েছে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হল সেভিয়া। 3-2 গোলের ব্যবধানে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল সেভিয়া। স্পেনের ক্লাব সেভিয়া এই নিয়ে ছয় বারের মধ্যে তিনবার ইউরোপা লিগ জিতে নিল।

শুক্রবার মধ্য রাতে ইউরোপা লিগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইতালি ইন্টার মিলান এবং স্পেনের সেভিয়া। ম্যাচের শুরু থেকেই একে অপরকে আক্রমণ প্রতিআক্রমনে খেলা জমিয়ে তোলে। কিন্তু ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই পেনাল্টি পেয়ে যায় ইন্টার মিলান। পেনাল্টি থেকে গোল করে ইতালির ক্লাব ইন্টার মিলানকে এগিয়ে দেন লুকাকু।

251379962d02e4961f2ad8c8e21d72d92117a5d36caa64b3b2b4fd6628bef3182267bd7fb 1

এরপরই খেলা একেবারে জমে উঠে। কয়েক মিনিটের মধ্যেই খেলায় দারুণ ভাবে কামব্যাক করে সেভিয়া। ম্যাচের 12 এবং 33 মিনিটে পরপর জোড়া গোল করে সেভিয়াকে এগিয়ে দেন লুক দে অং। যদিও 35 মিনিটে গোল পরিশোধ করে সমতায় ফেরে ইন্টার মিলান। ম্যাচের প্রথমার্ধে আর কোনো গোল হয় নি। ম্যাচের 74 মিনিটের মাথায় লুকাকুর করা আত্মঘাতী গোলে ট্রফি জয়ের স্বপ্ন থেকে ছিটকে দেয় ইন্টার মিলানকে। এই নিয়ে ষষ্ঠ বার ইউরোপা লিগ জিতে নিল স্পেনের ক্লাব সেভিয়া।


Udayan Biswas

সম্পর্কিত খবর