বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) হেভিওয়েটদের মধ্যে একজন তিনি। সেই সঙ্গেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এবার তাঁর নামেই পড়ল ‘ওয়ান্টেড’ পোস্টার। ব্রাত্যর বিধানসভা কেন্দ্র দমদমের নানান এলাকায় এই পোস্টার পড়েছে। সেখানে লেখা হয়েছে, ‘সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান’। ইতিমধ্যেই এই নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে।
ব্রাত্য বসুর (Bratya Basu) নামে ‘ওয়ান্টেড’ পোস্টার কারা দিয়েছে?
গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাদবপুর যান ব্রাত্য। সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। মন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া, তাঁকে হেনস্থার অভিযোগ ওঠে। পাল্টা আবার ব্রাত্যর গাড়িতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ‘পিষে’ দেওয়ার মতো অভিযোগও আনা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শিক্ষামন্ত্রীর নামে ‘ওয়ান্টেড’ পোস্টার পড়ল।
যাদবপুর কাণ্ড ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের আহত হওয়া নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। বিষয়টি নিয়ে সরব এসএফআই (SFI)। এবার তাদের তরফ থেকেই শিক্ষামন্ত্রী তথা দমদমের বিধায়কের নামে ‘ওয়ান্টেড’ পোস্টার দেওয়া হল। ব্রাত্যর বিধানসভা কেন্দ্রের নানান এলাকায় এই পোস্টার দেওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ হঠাৎ গায়েব স্বামী! বছরের পর বছর ধরে খোঁজ স্ত্রীর! হাইকোর্টে মামলা হতেই জানা গেল ‘আসল গল্প’!
জানা যাচ্ছে, বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে কালিন্দী বাস স্ট্যান্ড, লেক টাউন সহ সমগ্র দমদমের (Dum Dum) নানান এলাকায় ব্রাত্যর বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘ওয়ান্টেড… যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্রের ওপর গাড়ি চাপা দিয়ে পলাতক’।
সেই পোস্টারে জ্বলজ্বল করছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) ছবি। সেই সঙ্গেই লেখা, ‘সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান’। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে চর্চা। খোদ শিক্ষামন্ত্রীর বিধানসভা কেন্দ্রে তাঁর বিরুদ্ধে পোস্টার দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে।