বাংলা হান্ট ডেস্ক : আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম তাঁর বিশাল মন্দিরে উপবিষ্ট হতে চলেছেন। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসে জড়ো হয়েছেন অযোধ্যায় (Ayodhya)। সারা দেশ জুড়েই এখন সাজো সাজো রব। আর এবার সেই রাম মন্দিরের কারণেই সোশ্যালে ক্ষমা চাইতে হল শাহরুখ খানের (Shah Rukh Khan) নায়িকা ওরফে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকে (Nayanthara)।
দিনকয়েক আগেই ‘অন্নপূর্ণী’-র (Annapoorni) কারণে বড়সড় বিপদে পড়েছিলেন তিনি। একাধিক হিন্দু সংগঠনের তরফে আপত্তি জানানো হয় এই ছবির একাধিক দৃশ্য নিয়ে। অভিযোগ ওঠে, ছবির বেশ কিছু দৃশ্যে ভগবান রামের অবমাননা করা হয়েছে। দেশের একাধিক থানায় দায়ের করা হয় এফআইআর। পরিস্থিতি বেগতিক দেখে নেটফ্লিক্স থেকে তুলে নেওয়া হয় ছবিটি।
আর এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন খোদ নয়নতারা। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, ‘জয় শ্রী রাম, আমি আমার ছবিতে একটা ইতিবাচক বার্তা দিতে চেয়েছিলাম। কিন্তু হয়তো নিজেদের অজান্তেই ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে ফেলেছি। যে ছবি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তি পায়, সেই ছবিকে ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হবে তা ভাবতে পারিনি।’
আরও পড়ুন : হার মানবে অযোধ্যাও! এই দেশে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু রাম মন্দির, খরচ হচ্ছে কয়কেশো কোটি টাকা
অভিনেত্রীর সংযোজন, ‘আমি কিংবা আমার টিমের কোনও উদ্দেশ্য ছিল না কারও ভাবাবেগে আঘাত করার। এবং এই বিষয়ের গুরুত্ব আমরা বুঝতে পেরেছি। আমি নিজে এক জন ধার্মিক মানুষ, বিভিন্ন মন্দিরে পুজো দিই কোনও ভাবেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারব না।’ প্রসঙ্গত উল্লেখ্য, সিনে দুনিয়ার এক বড় নাম নয়নতারা। বিগত কয়েক দশক ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছেন তিনি। দর্শকরাও তাকে দিয়েছে সমান ভালোবাসা।
আরও পড়ুন : এখনই মলদ্বীপ থেকে সরছে না ভারতীয় সেনা! সমাধান খুঁজছে দুই দেশই, জানাল ভারত
এইদিন নিজের পোস্টে নয়নতারা আরও বলেছেন, ‘গত দু’দশক ধরে ইন্ডাস্ট্রি কাজ করছি, জীবনের শুরু সময় থেকে সব সময় ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করেছি। এই ছবির ক্ষেত্রেও তেমনটাই উদ্দেশ্য ছিল।’ অভিনেত্রীর কমেন্ট বক্সে ভিড় জমিয়েছে। কেউ লিখেছেন, ‘আপনি যে ইচ্ছা করে কিছু করেননি তা আমরা বুঝতে পেরেছি।’ তো কেউ লিখেছেন, ‘ভুল বুঝতে পারলে সেই দোষ আর দোষ থাকেনা।’ অর্থাৎ একথা বেশ স্পষ্ট যে, ভক্তরাও তাদের প্রিয় অভিনেত্রীকে আবার আপন করে নিয়েছেন।