হার মানবে অযোধ্যাও! এই দেশে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু রাম মন্দির, খরচ হচ্ছে কয়কেশো কোটি টাকা

বাংলা হান্ট ডেস্ক : এবার শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও তৈরি হবে বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির(Temple)। আর সেই মন্দির হবে রাম লালার মন্দির (Ram Mandir)। বিদেশের কোথায় তৈরি হতে চলেছে এই মন্দির? কত ফুট উচ্চতা? মনে জাগা এরকম প্রত্যেকটি প্রশ্নের উত্তর মিলবে আজ। তাই বিস্তারিত প্রতিবেদনটির উপর চোখ রাখুন।

দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতে তৈরি হতে চলেছে রাম লালার মন্দির। শীঘ্রই অস্ট্রেলিয়ার (Austrelia) পার্থ শহরে এক উঁচু রাম মন্দির তৈরি হতে চলেছে। এই রাম মন্দির অস্ট্রেলিয়ায় তৈরি করবে শ্রীরাম বৈদিক ও সাংস্কৃতিক ট্রাস্ট (Trust)। এই মন্দিরটি তৈরি করতে খরচ পড়বে প্রায় ৬০০ কোটি টাকা এবং মন্দিরটি বিস্তৃত হবে ১৫০ একর জুড়ে।

ট্রাস্টের ডেপুটি হেড ড: হরেন্দ্র রানা (Dr. Harendra Rana) বলেছেন, ‘অস্ট্রেলিয়ার পার্থ শহরে এই মন্দিরটি তৈরি করা হবে। এটি ১৫০ একর জুড়ে বিস্তৃত হবে। এটি বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির তৈরি হবে যার উচ্চতা হবে ৭২১ ফুট। এই রাম মন্দির তৈরি করতে আনুমানিক ৬০০ কোটি টাকা ব্যয় হবে’।

আরও পড়ুন : নিজের ১২ দিনের পুত্রসন্তানকে হত্যা করল খোদ বাবা! কারণ শুনলে শিউরে উঠবেন

এই মন্দিরের চত্বরকে দারুণভাবে সাজানো হবে। এই মন্দিরের প্রাঙ্গণকে একেবারে অন্যরকম করে সাজিয়ে তোলা হবে। এই রাম মন্দিরের চত্বরে থাকবে, সীতা ভাটিকা (Sita Vatika) , হনুমান ভাটিকা (hanuman Vatika), শবরী ভ্যান (Shabri Van), জটায়ু বাগ (Jatayu Bagh), জাময়ন্ত সদন (Jamayanth Sadan) এবং গুরু বশিষ্ঠ নলেজ সেন্টার (Guru Vasishtha Knowledge center)। এছাড়াও মন্দিরের কমপ্লেক্সে থাকবে, একটি মোমবাতি বারান্দা (Candle Porch), চিত্রকূট ভাটিকা (Chitrakoot Vatika), সীতা রসোই রেস্তোরাঁ (Sita Rossoi Restaurant), রামায়ণ সদন লাইব্রেরি (Ramayan Sadan Library) এবং তুলসীদাস (Tulsidas) হলের মতো সাংস্কৃতিক স্থানগুলি ব্যাপক নকশায় যোগ করা হবে।তাছাড়া মন্দিরটিতে একটি যোগ আদালত, একটি ধ্যান আদালত, একটি বেদ শিক্ষা কেন্দ্র, একটি গবেষণা কেন্দ্র এবং একটি জাদুঘর সহ আধ্যাত্মিক স্থান তৈরি করা হবে।

555

এদিকে, অযোধ্যায় পুরো জোরকদমে চলছে রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি। ২২ জানুয়ারি এটি উদ্বোধনী অনুষ্ঠান হলেও, ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই ঘোষণা করেছেন, যে মন্দিরটি ২৩ জানুয়ারি থেকে দর্শনের জন্য উন্মুক্ত হবে। ভক্তদের রাম মন্দিরের মহিমা এবং আধ্যাত্মিকতা প্রতক্ষ্য করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্পর্কিত খবর