“এবার শুধু দেখতে হবে…”, গৌতম গম্ভীরের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত হয়ে দরাজ মন্তব্য শাহরুখের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন আইপিএলের সবচেয়ে জনপ্রিয় ফ্র‍্যাঞ্চাইজিগুলির মধ্যে একটি হল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ট্রফি জয়ের পাশাপাশি ভারতের চলচ্চিত্র জগতের মহাতারকা শাহরুখ খানের (Shah Rukh Khan) মালিকানাধীন দল হওয়ায় কোনওদিনই সমর্থকের অভাব ভোগ করতে হয়নি দলটিকে। কিন্তু সাম্প্রতিক অতীতে তাদের পারফরম্যান্স একেবারেই আশানুরূপ নয়। কিন্তু ২০২৪ সালের আইপিএলে (IPL 2024) সেই সমস্যা হয়তো মিটতে চলেছে। কারণ ২০১২ এবং ২০১৪ সালে কেকেআরকে (KKR) আইপিএল জেতানো অধিনায়ক গৌতম গম্ভীর (Gautam Gambhir) ফের একবার এই দলে যোগ দিতে চলেছেন। এবার তিনি মেন্টর হিসেবে দায়িত্ব নেবেন বেগুনি-সোনালী শিবিরের।

গম্ভীরের প্রভাব:
গৌতম গম্ভীর নাইট শিবির ত্যাগ করার পর থেকে কেকেআর কেবলমাত্র ১ বার আইপিএল ফাইনাল অবধি পৌঁছতে পেরেছে। সেই ফাইনালেও তাদের হারের জ্বালা সহ্য করতে হয়। অপরদিকে নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপারজায়ান্টসের মেন্টরের দায়িত্ব নিয়ে তাদের কাছ থেকে প্রশংসনীয় পারফরম্যান্স আদায় করে নেন।

আরও পড়ুন: ভারত সেরা দল ছিল না! বিশ্বকাপ শেষ হতেই রোহিত, কোহলিদের নিয়ে বোমা ফাটালেন গৌতম গম্ভীর

গম্ভীরের প্রত্যাবর্তনে উচ্ছসিত SRK:
গৌতম গম্ভীরের সঙ্গে বরাবরই কেকেআরের মালিক শাহরুখ খানের সম্পর্ক খুব গভীর। তাকে ফের একবার বলের সঙ্গে পেয়ে উচ্ছসিত এসআরকে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, “গৌতম গম্ভীর সবসময় কেকেআর পরিবারের অংশ ছিল এবং তিনি আমাদের ক্যাপ্টেন ছিলেন। আর এবার একটি ভিন্ন অবতারে, অর্থাৎ মেন্টর হিসাবে বাড়ি ফিরে আসছেন তিনি৷ এখন আমরা চান্দু স্যার এবং গৌতমের জুটি দেখার অপেক্ষায় রয়েছি।স্পোর্টসম্যানশিপ এবং ম্যাজিক তৈরি হবে কেকেআরে।”

srk gg

আরও পড়ুন: ২ বছরে ৮ অধিনায়ক! ভারতের T-20 দল সংক্রান্ত BCCI-এর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন ভক্তরা

গম্ভীরের বক্তব্য:
◆ LSG: এলএসজি-র সঙ্গে দুই বছর যুক্ত থাকার পরে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলেন গম্ভীর। ওই দলের সঙ্গে যুক্ত সকলের উদ্দেশ্যে বার্তা দিয়ে গৌতম বলেছেন, “আমি লখনউ সুপার জায়ান্টসের সাথে আমার অনবদ্য যাত্রার সমাপ্তি ঘোষণা করার সময়, আমি সমস্ত খেলোয়াড়, কোচ, সহায়তা কর্মী এবং এই যাত্রাকে স্মরণীয় করে রেখেছেন এমন প্রত্যেক ব্যক্তির প্রতি ভালবাসা এবং অপরিসীম কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আমি ডঃ সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানাতে চাই তাঁর অনুপ্রেরণাদায়ক নেতৃত্বের জন্য এই অসাধারণ পরিবেশ তৈরি করার সময় এবং আমার সমস্ত প্রচেষ্টায় তাঁর অভূতপূর্ব সমর্থনের জন্য। আমি নিশ্চিত যে দলটি ভবিষ্যতে বিস্ময়কর কাজ করবে এবং প্রতিটি এলএসজি ভক্তকে গর্বিত করবে। সব ভাল এলএসজি ব্রিগেড!

◆ KKR: কেকেআরের ভক্ত এবং ক্রিকেটারদের এবং দলের সকল সদস্যদের প্রতি ও গম্ভীর একটি বার্তা দিয়েছেন। প্রাক্তন নাইট অধিনায়ক বলেছেন, “আমি শুধু কেকেআরে ফিরে আসছি না, আনন্দের শহরেও ফিরে আসছি। আমি ফিরে এসেছি এবং আমি ক্ষুধার্ত. আমি দলের ২৩ নম্বর। আমি কেকেআর।”

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর