ভারত-পাক উত্তেজনার মধ্যেই পাকিস্তানী ক্রিকেটারের সাথে কোলাকুলি করলেন শাহরুখ খান।

কিছুদিন আগে জম্মু কাশ্মীর থেকে ধারা 370 তুলে দিয়েছে ভারত সরকার। তারপর থেকে দিনের পর দিন তলানিতে ঠেকেছে ভারত এবং পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক। দুই দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে বাক্য বিনিময়ও হয়েছে বেশ কয়েকবার। আর তাই কাশ্মীর ইস্যুতে ভারতকে চাপে রাখতে বারবার আন্তর্জাতিক দরবারে হাজির হচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, কিন্তু হাজার চেষ্টা করেও ভারতকে শায়েস্তা করতে পারছে না পাকিস্তান। কারণ আন্তর্জাতিক মহলের তরফে এই ব্যাপারে ভারতকে কিছুই বলা হচ্ছে না বরং আন্তর্জাতিক মহলের তরফে জানানো হয়েছে কাশ্মীর ইস্যু সম্পূর্ণ ভারতের নিজস্ব ব্যাপার।

আর এমন পরিস্থিতিতে যখন দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তেজিত পরিস্থিতিতে ঠেকেছে সেই সময়ে দাঁড়িয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খান পাক বোলার মহম্মদ হাসনেনকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করে নিলেন।

mohammad hasnain shah rukh khan 1567792046

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতোই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও শাহরুখ খানের রয়েছে নিজস্ব ফ্র্যাঞ্চাইজি দল ট্রিবাঙ্গো নাইট রাইডার্স। আর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই শাহরুখ খানের ফ্রেঞ্চাইজি ট্রিবাঙ্গো নাইট রাইডার্স হারিয়ে দিয়েছেন সেন্ট কিটস এন্ড নেভিস দলকে এবং সেই ম্যাচে ভালো পারফরমেন্স করেছেন পাকিস্তানি বোলার মোহাম্মদ হাসানেন। আর তাই ড্রেসিং রুমে ঢুকে শাহরুখ খান দলের প্রত্যেক খেলোয়াড় কে অভিনন্দন জানিয়েছেন এবং সেই সাথে পাকিস্তানি বোলার মহম্মদ হাসানেনকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছেন।

এছাড়াও এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ক্যারিবিয়ান সুপারস্টার তথা শাহরুখ খানের দলের অধিনায়ক ক্যারণ পোলার্ড এবং নিউজিল্যান্ড দলের অলরাউন্ডার জেসম নিশাম।

Udayan Biswas

সম্পর্কিত খবর