বাংলা হান্ট ডেস্ক: অবশেষে চলতি মরশুমের IPL (Indian Premier League)-এর একদম অন্তিম পর্বে এসে উপস্থিত হয়েছি আমরা। আজ রাতেই সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবারের IPL-এ সমগ্র মরশুম জুড়েই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে KKR। এমতাবস্থায়, দীর্ঘ ১০ বছরের খরা কাটিয়ে তারা ফের চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই।
এদিকে, রবিবারের রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচের ঠিক আগেই KKR-এর অন্যতম কর্ণধার তথা বলিউডের বাদশা শাহরুখ খান তুলে ধরলেন কিছু কষ্টের স্মৃতি। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিওর ক্লিপ তুমুল ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। যেটি সামনে আসার পরই বিষয়টি আবেগপ্রবণ করে তুলেছে কলকাতার অনুরাগীদের। মূলত, ২০১৪ সালের পর আর IPL চ্যাম্পিয়ন হতে পারেনি কলকাতা। ব্যর্থতার এই দীর্ঘ সময়ে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়েছে দলকে। পাশাপাশি সমালোচনা শুনতে হয়েছে শাহরুখকেও। ফাইনাল খেলতে নামার আগে সেইসব স্মৃতি হাতড়ালেন কিং খান।
EXCLUSIVE CHAT with SRK: Shah Rukh Khan recounts the Kolkata Knight Riders’ rise in the IPL, with Gautam Gambhir leading them to two titles!
In this interview with Star Sports, Shahrukh Khan talks about having the nicest set of teams in the world and their comeback story!… pic.twitter.com/yCK55Kzve5
— Star Sports (@StarSportsIndia) May 25, 2024
কি জানিয়েছেন তিনি: এমতাবস্থায়, হায়দ্রাবাদের বিরুদ্ধে ফাইনালে নামার আগে কিছুটা আক্ষেপের সুর শোনা গিয়েছে শাহরুখের গলায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘‘বিশ্বের সেরা দল তৈরি করেও সফল হতে পারিনি আমরা। পরের পর ম্যাচ আমাদের হারতে হয়েছে। এখনও আমার সবথেকে কষ্টের মুহূর্তটা মনে রয়েছে।”
আরও পড়ুন: T20 বিশ্বকাপের জন্য পাড়ি দিলেন রোহিতরা, অথচ বিমানে উঠলেন না বিরাট-হার্দিক! সামনে এল কারণ
তিনি আরও বলেন যে, “একজন এটা আমাকে বলেছিলেন, ‘এদের খেলার সাজসরঞ্জাম, কস্টিউম দেখতে ভালো। কিন্তু খেলা একদমই ভালো নয়। আমাকে একজন ক্রিকেট বিশেষজ্ঞ এই কথাগুলো বলেছিলেন। এই কথা আমাকে খুব কষ্ট দিয়েছিল। সেজন্যই আমি গৌতম গম্ভীরকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। গৌতম গম্ভীরকে ভালো কিছু হওয়ার আশাতেই আমরা ফিরিয়ে এনেছি।’’
আরও পড়ুন: ডবল ধামাকা! এবার KKR শিবির পেয়ে গেল জোড়া নারিন, ফাইনালের আগেই অস্ত্রে শান দিচ্ছে কলকাতা
এদিকে, শাহরুখ এটাও বলেন, ‘‘আমরা দেখেছি কিভাবে একের পর এক ম্যাচ হেরে গিয়েছি। কিন্তু হেরো তকমা লেগে যাক সেটা আমরা চাইনি। তাই, কখনও আশা ছেড়ে দিইনি। আমাদের অনেক কিছু শেখায় খেলার মাঠ।’’ এদিকে, চলতি মরশুমে KKR-এর সাথে গৌতম গম্ভীর ফের যুক্ত হওয়ার পর দলের সামগ্রিক পারফরম্যান্স যথেষ্ট ভালো হয়েছে। আর তাতেই সন্তুষ্ট শাহরুখ।