বাংলাহান্ট ডেস্ক : প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) উপর হামলার পিছনে রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shahbaz Sharif) হাত! বৃহস্পতিবার হামলার পর সন্দেহভাজন হিসাবে যে তিন জনের নাম দলের নেতাদের জানিয়েছেন ইমরান, তাঁদের মধ্যে রয়েছেন শাহবাজ শরিফও।
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ছাড়াও এই হামলার নেপথ্যে সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ ও মেজর জেনারেল ফয়জল নাসিরেরও হাত রয়েছে দাবি করেছেন পিটিআই দলের প্রধান। এই দাবি প্রকাশ্যে আনেন ইমরান খানের ঘনিষ্ঠ আসাদ উমর। একটি ভিডিও আপলোড করে উমর দাবি করেন যে, হাসপাতাল থেকে তাঁদের ডেকে পাঠান ইমরান। তার পরই এই বিস্ফোরক দাবি তাঁদের জানান। শুধু তাই নয়, ইমরানের উপর যে হামলা চালানো হতে পারে, সেই খবর আগেই তিনি পেয়েছিলেন বলেও দাবি করা হয়েছে ওই ভিডিওতে।
এই প্রসঙ্গে অপর এক পিটিআই নেতা মিয়ান আসলাম ইকবালের পাশে বসে ওই ভিডিওতে উমর বলেছেন, ‘ইমরান আমাদের বলেছেন যে, হামলায় ওই তিন ব্যক্তিই জড়িত। শাহবাজ শরিফ, রানা সানাউল্লাহ এবং মেজর জেনারেল ফয়জল।’ তাঁদের অবিলম্বে পদত্যাগের দাবিও ইমরান জানান বলে দাবি করেছেন উমর। এই তথ্য দেশবাসীকে জানানোর জন্যও ইমরান তাঁদের বলেছেন বলে দাবি উমরের। চলতি বছরের এপ্রিল মাসে গদিচ্যুত হন ইমরান খান। তার পর থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে পিটিআই। শাহবাজ সরকারকে সরাতে কোমর বেঁধে রাস্তায় নামে ইমরান-অনুগামীরা। দেশের বিভিন্ন প্রান্তে সভা-সমাবেশ করে পিটিআই। সম্প্রতি সে দেশে উপনির্বাচনে সাফল্যও পায় ইমরানের খানের দল।
অন্য দিকে, বৃহস্পতিবার পঞ্জাব প্রদেশে ইমরানের উপর হামলার ঘটনায় অভ্যন্তরীণ মন্ত্রীর কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠান শাহবাজ। সেই সঙ্গে ইমরানের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে ওয়াজিরাবাদ জেলার গুজরনওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভি গাড়িতে করে প্রচার চালাচ্ছিলেন ইমরান। সেখানেই তাঁকে লক্ষ্য করে পর পর ছ’রাউন্ড গুলি চালানো হয়। গুলি এসে লাগে ইমরানের ডান পায়ে। এই ঘটনায় ইমরান এবং তাঁর আপ্ত সহায়ক-সহ একাধিক ব্যক্তি মারাত্মক জখম হন। তবে বর্তমানে ইমরান বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
ইতিমধ্যেই, ইমরানের এক হামলাকারীর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ওই হামলাকারী জানিয়েছেন, তিনি ইমরানকে মারতে চেয়েছিলেন। কারণ তিনি পাকিস্তানের মানুষদের বিপথে চালিত করছেন। ওই হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিস। বৃহস্পতিবারের এই গুলি হামলায় এক জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ইমরানের দল পিটিআইয়ের সমর্থক বলে জানা গিয়েছে।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…