জাকির নায়েকের অনুগামী! কেরল ট্রেনে তিনজনকে পুড়িয়ে মারা শাহরুখকে নিয়ে বিস্ফোরক তথ্য

বাংলা হান্ট ডেস্ক : কেরলে ট্রেনে আগুন লাগানোর ঘটনায় এবার নতুন তথ্য। স্পেশাল ইনভেশটিগেশন টিম (SIT) এই ট্রেনে আগুন লাগানোর ঘটনার তদন্ত করছে। সিটের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, ২৭ বছর বয়সি শাহরুখ সইফি (Shahrukh Saifi) নামে ওই অভিযুক্ত অত্যন্ত চরমপন্থী একজন যুবক। তার মোবাইল ফোনে বিতর্কিত ইসলামিক প্রচারক জাকির নায়েক (Zakir Naik) ও পাকিস্তানি তাত্ত্বিক ইসরার আহমেদের ভিডিও পাওয়া গিয়েছে।

কোঝিকোড়ের এডিজিপি এমআর অজিত কুমার জানান, অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে নানা ভিডিয়ো পাওয়া গিয়েছে। সে অত্যন্ত চরমপন্থী মনোভাব পোষন করছে। তবে ট্রেনে আগুন ধরানোর পেছনে ঠিক কী কারণ রয়েছে তা নিয়ে তিনি পরিষ্কার করে কিছু বলতে চাননি। এছাড়া ওই যুবক স্থানীয়দের কাছ থেকে কোনও সহায়তা পেয়েছেন কি না সে ব্যাপারেও কিছু জানাতে চাননি।

   

kerala 2

এডিজিপি আরও জানান, আমরা তার যাতায়াতের বিস্তারিত বিবরণ পেয়েছি। দিল্লি থেকে সে শোরনুরে এসেছিল। এরপর অপরাধ সংগঠিত করে ফিরেও যায়। জাকির নায়েক ও ইসার আহমেদের একাধিক ভিডিও তার মোবাইল থেকে পাওয়া গিয়েছে। তবে তিনি অন্য কারোর কাছ থেকে সহায়তা পেয়েছেন কি না সেটা এখনই বলার সময় আসেনি।

সিটের কর্তা জানান, ওই যুবক অপরাধ করার জন্যই কেরলে এসেছিলেন। আগুন ধরানোর পরিকল্পনা তার ছিল। তবে কেরলের কোনও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কাছ থেকে সে কোনও সহায়তা পেয়েছিল কি না সেটা দেখা হচ্ছে।

পুলিস জানতে পেরেছে সে একাই কোঝিকোড়ে এসেছিল। দিল্লি থেকে কোঝিকোড় আসার টিকিট কাটে সে নিজেই। এরপর শোরনুর স্টেশনে ট্রেনে সে আগুন ধরায়। পরে সেই স্টেশনেই অন্তত ১২ ঘণ্টা সে অপেক্ষা করেছিল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর