চোট পেয়ে জিম্বাবোয়ে সফর থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর, দলে এলেন বাংলার এই ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের জিম্বাবোয়ে সফর নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের খুব একটা মাথাব্যাথা নেই। সকলেই অপেক্ষা করছেন হাইভোল্টেজ এশিয়া কাপের জন্য। এর মধ্যেই জিম্বাবুয়ে সফরের আগে চোট-আঘাত থাবা বসালো ভারতীয় দলে। যেহেতু ভারত খুব শীঘ্রই এশিয়া কাপের নিজে অভিযান শুরু করবে, তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে লোকেশ রাহুল ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাঠায়নি ভারত। শিখার ধাওয়ান দলে থাকলেও তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে আর নিয়মিত নন। রাহুল দলে আসায় ধাওয়ানের বদলে তাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। নিয়মিত কোচ রাহুল দ্রাবিড়ের বদলে প্রাক্তন তারকা ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ এই সিরিজে কোচিং করাবেন।

চেতেশ্বর পূজারার মতোই এই মরশুমে কাউন্টি ক্রিকেট খেলতে ছিলেন ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ল্যাঙ্কাশায়ারের হয়ে রয়্যাল লন্ডন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে তার কাঁধে চোট লাগে। তিনি জিম্বাবোয়ে সফরের জন্য দলে জায়গা পেয়েছিলেন ঠিকই কিন্তু এই চোটের জন্য এখন তিনি ছিটকে গেলেন। কিন্তু এর ফলে ভারতীয় দলের দরজা খুলে গেল বাংলার এক ক্রিকেটারের কাছে।

সুন্দর ছিটকে যাওয়ার কারণে এবার দলে নেওয়া হল বাংলা ক্রিকেট দলের এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার শাহবাজ আহমেদকে। দীর্ঘদিন ধরে বাংলার হয়ে তিনি ব্যাট এবং বল হাতে অসাধারণ সমস্ত পারফরম্যান্স করে চলেছেন। গত আইপিএলে তিনি বড় মঞ্চে নিজের পারফরম্যান্স করার ক্ষমতা ও প্রমাণ করেছেন। তাই এবার আর তার প্রতি অবিচার না করে তাকে জাতীয় দলে সুযোগ দিয়ে দিলো বিসিসিআই। ১৮, ১৯ এবং ২০শে আগস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ওডিআই খেলবে ভারত। দলে অনেক রোটেশন হওয়ার সম্ভাবনা থাকছে।

জিম্বাবোয়ে সফরের ভারতীয় দল:
লোকেশ রাহুল (অধিনায়ক) শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, ঈশান কিষাণ (উইকেট-রক্ষক), সঞ্জু স্যামসন (উইকেট-রক্ষক), শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, দীপক চাহার


Reetabrata Deb

সম্পর্কিত খবর