বুর্জ খলিফা ফের শাহরুখময়, জন্মদিনের আগেই আলোর খেলায় ফুটে উঠলেন কিং খান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চমক দিতে ভালবাসেন শাহরুখ খান (Shahrukh Khan)। কখনো সোশ‍্যাল মিডিয়ায় শার্টলেস অবতারে ধরা দিয়ে, আবার কখনো আচমকা লাইভ ভিডিওতে অনুরাগীদের চমকে দেন তিনি। আগামী বছর পরপর তিনটি ছবি মুক্তির অপেক্ষায় বাদশার। এখনো পর্যন্ত আনু্ষ্ঠানিক ভাবে প্রচার পর্ব শুরু করেননি তিনি। কিন্তু ভক্তদের সারপ্রাইজ দেওয়া যাবে না তা কোথায় লেখা আছে?

বুধবার দুবাইবাসীর জন‍্য এমনি একটি সারপ্রাইজ অপেক্ষা করছিল। সন্ধ‍্যা নামতেই বিশ্বের সবথেকে উঁচু হাইরাইজ বুর্জ খলিফায় ফুটে উঠল শাহরুখ খানের ছবি! ব‍্যাপারটা কী? কিং খানের জন্মদিনের তো এখনো দেরি আছে। কোনো সিনেমাও মুক্তি পায়নি তাঁর। তাহলে হঠাৎ এমন চমক কেন?


আসলে আরব আমিরশাহীর অন‍্যতম বড় হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডারের ব্র‍্যান্ড ক‍্যাম্পেনের অংশ এটি। ওই ব্র‍্যান্ডের মুখ হলেন শাহরুখ। তাই বিজ্ঞাপনী প্রচারে তাঁকে তো দেখা যাবেই। প্রায় ১ মিনিটের ভিডিওতে হেলথ কেয়ার ব্র‍্যান্ড সম্পর্কে বলতে শোনা যায় শাহরুখকে। বুর্জ খলিফার মিউজিক‍্যাল ফাউন্টেনগুলিতে নাকি ‘ওম শান্তি ওম’ এর গানও বাজানো হয়েছিল বলে খবর। শাহরুখের একাধিক ফ‍্যান পেজের তরফে ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিও।

প্রসঙ্গত, এর আগে একাধিক বার বুর্জ খলিফায় আলো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে শাহরুখের ছবি। গত কয়েক বছর ধরে অভিনেতার জন্মদিনে বুর্জ খলিফা আলোয় আলোকিত হয়ে উঠছে। কিং খান নিজেও বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে লেন্সবন্দি করেছিলেন সেই মুহূর্ত।

প্রসঙ্গত, সম্প্রতি শোনা গিয়েছিল শাহরুখের আসন্ন ছবি ‘জওয়ান’ এর স‍্যাটেলাইট স্বত্ব বিক্রি করা হয়েছে জি টিভিকে এবং ডিজিটাল সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। টাকার অঙ্কটা শুনলে চমকে যেতে বাধ‍্য হবেন। শোনা যাচ্ছে, ২৫০ কোটি টাকায় বিক্রি করা হয়েছে জওয়ান ছবির স্বত্ব।

শাহরুখ খান নামটার এটাই ম‍্যাজিক, বলছেন অভিনেতার ভক্তরা। এখনো প্রায় নয় মাস বাকি ছবির মুক্তিতে। সবে মাত্র টিজার প্রকাশ‍্যে এসেছে জওয়ানের। এখনো ট্রেলারও মুক্তি পায়নি। এর মধ‍্যেই ২৫০ কোটি টাকায় স্বত্ব বিক্রির অর্থ ছবি এক রকম ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা। যদিও এই তথ‍্য আদৌ কতটা সঠিক তা জানা যায়নি।

সম্পর্কিত খবর

X