অন্তঃসত্ত্বা গৌরি, স্ত্রীর জন্য নিজের সাধ্যের বাইরে যেতে বাধ্য হন শাহরুখ

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের সবথেকে পারফেক্ট কাপল বলা হয় শাহরুখ খান (Shahrukh Khan) এবং গৌরি খানকে (Gauri Khan)। দীর্ঘ তিন দশক ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা। খুব কম বয়সেই গৌরির প্রেমে পড়ে তাঁকে বিয়ে করেছিলেন শাহরুখ। তখন কিং খান তো দূরের কথা, বলিউডে নামই করতে পারেননি তিনি। কিন্তু স্বামীর পাশে ছিলেন গৌরি। শূন্য থেকে শুরু করে এখনো পর্যন্ত শাহরুখের পাশে তাঁর ‘লেডি লাক’ হয়ে রয়েছেন তিনি।

আজ বিশ্বজোড়া খ্যাতি, প্রচুর ঐশ্বর্যের মালিক হলেও শুরুতে আর পাঁচজন উঠতি অভিনেতার মতো স্ট্রাগল করতে হয়েছিল শাহরুখ গৌরিকে। কেমন ছিল সে সময়টা? সম্প্রতি গৌরির প্রকাশিত নতুন বইয়ে শাহরুখের লেখা কিছু অংশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি জানিয়েছেন কীভাবে নিজের সাধ্যের বাইরে গিয়ে গৌরির জন্য একটি কাজ করেছিলেন তিনি।

Shahrukh gauri 1

সে সময়ে গৌরি ছিলেন গর্ভবতী। প্রথম সন্তান আরিয়ানের আগমনের অপেক্ষায় ছিলেন তাঁরা। মাথা গোঁজার নিজস্ব একটা ঠাঁই দরকার হয়ে পড়েছিল তাঁদের। মন্নত কেনার আগে মুম্বইয়ে অন্য একটি বাড়ি কিনেছিলেন শাহরুখ গৌরি। সেটাও ছিল তাঁদের পক্ষে অত্যন্ত দামী। শাহরুখ জানান, তাঁরা ঠিক করেছিলেন হাতে যখন যেমন টাকা আসবে সেটা দিয়েই তাঁরা বাড়ির জিনিসপত্র কিনবেন।

ওই লেখাতেই শাহরুখ জানান, তাঁরা একটি সোফা কিনতে গিয়েছিলেন। কিন্ত সেটার দাম দেখে আর কিনে উঠতে পারেননি অভিনেতা। শুধু লেদারটাই কিনে এনেছিলেন তিনি। তখনই গৌরি নিজে ডিজাইন বানিয়ে লোক ডেকে বানিয়েছিলেন সোফা। ওভাবেই তাঁর পেশাগত ডিজাইনার হওয়ার সফর শুরু।

শুধু তাঁদের প্রথম বাড়ির ক্ষেত্রেই নয়, মন্নত কেনার সময়েও সব টাকা খরচ করে ফেলেছিলেন শাহরুখ। ঘরের অন্দরমহলের জিনিসপত্র কেনার কোনো টাকা বাকি ছিল না তাঁদের কাছে। তাই ফের গৌরিই হয়ে ওঠেন ইন্টিরিয়র ডিজাইনার। দীর্ঘ ছয় বছর ধরে প্রেম করার পর ১৯৯১ সালে বিয়ের পিঁড়িতে বসেন শাহরুখ গৌরি। স্ত্রীই তাঁর প্রথম ক্রাশ, একথা পরবর্তীকালেও বহুবার স্বীকার করেছেন কিং খান।

Niranjana Nag

সম্পর্কিত খবর