বাংলাহান্ট ডেস্ক: দু সপ্তাহ হয়ে গেল জেলবন্দি রয়েছেন আরিয়ান খান (aryan khan)। শাহরুখ খানের (shahrukh khan) ছেলে হয়ে মন্নতের বিলাসিতা ছেড়ে এখন আর্থার রোড জেলের একটি স্যাঁতস্যাঁতে ঘরই বরাদ্দ হয়েছে তাঁর জন্য। খেতে হচ্ছে জেলের খাবার, নেই কোনো ভিআইপি ব্যবস্থা। তারকা পুত্র হয়ে এই ব্যবস্থাপনায় মানিয়ে নিতে স্বাভাবিক ভাবেই খুবই অসুবিধা হচ্ছে আরিয়ানের।
এতদিন পর্যন্ত ছেলের সঙ্গে সামনাসামনি দেখা বা কথা হওয়ার সুযোগ মেলেনি শাহরুখ গৌরির। শুধুমাত্র ভিডিও কলেই দশ মিনিটের জন্য কথা বলতে পেরেছিলেন তাঁরা। করোনার জন্যই এই বিধি নিষেধ আরোপ করা ছিল। সম্প্রতি উঠে গিয়েছে সেই নিষেধ। এখন কয়েদিদের সঙ্গে দেখা করার জন্য আসতে পারেন তাঁর পরিবার ও আইনজীবীরা।
তবে তার জন্য আগে থেকে জেল কর্তৃপক্ষকে জানাতে হবে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, যিনি দেখা করতে আসবেন তাঁকে নিজের আধার কার্ডটি দেখাতে হবে, একটি টোকেন দেওয়া হবে তাকে। তারপরেই কয়েদির সঙ্গে দেখা করার অনুমতি মিলবে। শাহরুখকেও এভাবেই দেখা করতে হয়েছে আরিয়ানের সঙ্গে। কোনো বিশেষ ব্যবস্থা হয়নি তাঁর জন্য।
করোনার জন্য গরাদ ও কাঁচের এপার থেকেই ছেলেকে দেখতে হয়েছে শাহরুখকে। এতদিন পর বাবাকে সামনাসামনি দেখতে পেয়ে নাকি কান্নায় ভেঙে পড়েন আরিয়ান। আবেগঘন হয়ে পড়েন কিং খানও। খাওয়াদাওয়ার কথা জিজ্ঞাসা করতে আরিয়ান জানান, জেলের খাবার তিনি খেতে পারছেন না। তখনি আধিকারিকরা শাহরুখকে জানান, এখনি বাড়ির খাবার দেওয়া যাবে না আরিয়ানকে। তার জন্য আদালতের অনুমতি লাগবে।
এদিকে শাহরুখের আরিয়ান সাক্ষাতের পরেই মন্নতে এসে হাজির হয় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। তাঁদের হাতে বেশ কিছু নথিপত্রও দেখা গিয়েছে। তবে মন্নত থেকে বেরিয়ে তাঁরা জানান তল্লাশির জন্য আসেননি তাঁরা। উল্লেখ্য, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে যেতে চলেছেন শাহরুখ গৌরি।