বাংলা হান্ট ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) কনিষ্ঠ পুত্র আব্রাম খান (Abram Khan)। আরিয়ান এবং সুহানার তুলনায় বয়সে অনেকটাই ছোট আব্রাম। আসলে অনেক বেশি বয়সে তৃতীয় সন্তান আব্রামকে জীবনে এনেছিলেন শাহরুখ (Shahrukh Khan)। ২০১২ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছিল শাহরুখ (Shahrukh Khan) পুত্র আব্রামের ছোট ছেলের।
শাহরুখ খানের (Shahrukh Khan) ছোট ছেলের নামের অর্থ কি?
শাহরুখ আব্রামকে সারাক্ষণ চোখে হারান কিং খান। যেখানেই যান সেখানেই বাবার হাত ধরে হাজির থাকে ফুটফুটে আব্রাম। শুরু থেকেই এই একরত্তিকে বিশেষ যত্নে বড় করার ইচ্ছা শাহরুখের। তবে ছোটো ছেলের নাম আব্রাম রাখার পিছনে রয়েছে একটি বিশেষ কারণ। জানলে অবাক হবেন শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রামের নামের মধ্যেই লুকিয়ে রয়েছে ধর্মনিরপেক্ষতার এক বিশেষ অর্থ।
এপ্রসঙ্গে একবার এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন,’ইসলাম ধর্মে হজরত ইব্রাহিম আব্রাহাম নামে পরিচিত। এছাড়া জুডাইজ়িমে তাঁকে আব্রাম ডাকা হয়। আমার স্ত্রী হিন্দু ও আমি মুসলিম। সন্তান যাতে ধর্মনিরপেক্ষ একটা পরিবেশে বেড়ে ওঠে, সেটাই চেয়েছি। ছেলের নামের মতো আমাদের বাড়িতেও সকলে ধর্মনিরেপক্ষতায় বিশ্বাসী।’
শোনা যায় কনিষ্ঠপুত্র আব্রামকে প্রথম দিকে মেনে নিতে পারেনি মা গৌরী খান। তাই সেসময় ছেলের সাথে একসাথে দেখাও যেত না তাঁকে। যদিও এখন এই কয়েক বছরে অনেকটাই বদলে গিয়েছে সেই ছবি। একবার শাহরুখ জানিয়েছিলেন, ছেলের গালের টোল দেখলেই নাকি সব ভুলে যান তিনি।
আরও পড়ুন : প্রথম এক মাস ছেলেকে কোলে নেননি রাজা! কেন একাই সব সামলেছিলেন মধুবনী?
কনিষ্ঠ পুত্র আব্রামকে বরাবরই একটু যত্নেই বড় করেছেন কিং খান। তিনি চান বড় হয়ে আব্রাম সুন্দর একজন মানুষ হয়ে উঠবে। এপ্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, ‘আমার সৌভাগ্য যে, আব্রাম এসেছে আমার জীবনে। প্রকৃতির সন্তান ও, ঈশ্বরের সন্তান। ভীষণ মিষ্টি। আশা রাখি খুব সুন্দর একজন মানুষ হয়ে উঠবে আব্রাম।’
আব্রাম দেখে বরাবরই খুব শান্তশিষ্ট মনে হয়। তবে শাহরুখ জানিয়েছেন, ন্যানিরা আব্রামকে নিয়ে একেবারেই উল্টো কথা বলেন। সারাক্ষণ ছেলেকে নিয়ে নালিশ করেন তাঁরা। তাই একরত্তি আব্রাম অবাধ্য হলে বাবা হয়ে নিজেই তাঁকে বোঝানোর চেষ্টা করেন কিং খান। শাহরুখের কথায়, “আব্রাম আমায় জিজ্ঞাসা করেছিল, ‘বাবা আমি কি তোমার সঙ্গে দুষ্টুমি করতে পারি?’ আমি বললাম, ‘হ্যাঁ। তা পারো’।”