লাগাতার বিক্ষোভ-বিতর্কের জের, শাহরুখের ‘পাঠান’ এর মুক্তি নিয়ে বেনজির সিদ্ধান্ত নির্মাতাদের

বাংলাহান্ট ডেস্ক: এক মাস হতে চলল মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shahrukh Khan), দীপিকা পাডুকোন (Deepika Padukone), জন আব্রাহামের (John Abraham) আসন্ন ছবি ‘পাঠান’ (Pathan) এর প্রথম গান ‘বেশরম রঙ’ (Besharam Rang)। কিন্তু গানটি মুক্তি পাওয়ার পর সেই যে বিতর্ক শুরু হয়েছে তা আর থামার নামই নেই। মূলত গানে দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনি সহ কিছু দৃশ‍্যের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ আনা হয়েছে। একাধিক রাজ‍্যে বেশরম রঙ গানটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। এবার পাঠান সম্পর্কিত এক চাঞ্চল‍্যকর তথ‍্য সামনে এসেছে যা চমকে দিয়েছে সকলকে।

ছবি এবং গানকে ঘিরে ওঠা একাধিক বিতর্কের কথা মাথায় রেখেই নাকি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের তরফে। শোনা যাচ্ছে, পাঠান ছবির দুটি আলাদা আলাদা সংষ্করণ প্রকাশ করা হবে, যা মুক্তি পাবে রাজ‍্য হিসাবে। অর্থাৎ যেসব রাজ‍্যে বেশরম রঙ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, সেখানে ছবিটির কাটছাঁট করা এডিটেড ভার্সন মুক্তি পাবে।

pathan srk
দীপিকার গেরুয়া রঙের বিকিনি ঘিরে বিতর্ক রাজনৈতিক আঙিনায় পৌঁছে গিয়েছে। একাধিক ধর্মীয় সংগঠন ছবি মুক্তির বিরুদ্ধে সরব হয়েছে। সেন্সর বোর্ডের তরফে অবশ‍্য বেশরম রঙ গানে কিছু কাটছাঁট করার পর মুক্তি দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু বিক্ষোভের রূপ দেখে নির্মাতারা নাকি নিশ্চিন্ত হতে পারছে না। ছবি মুক্তির পরে কোনো রকম বিতর্ক এড়াতেই নাকি এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর মানলে, উত্তরপ্রদেশ, মধ‍্যপ্রদেশ, বিহার সহ আরো কয়েকটি রাজ‍্যে বেশরম রঙ বাদ দিয়েই নাকি মুক্তি পাবে পাঠান। স‌ংবাদ মাধ‍্যম সূত্রে খবর, সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথের মুম্বই সফরের সময়ে যশরাজ ফিল্মসের একটি টিম তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। বেশরম রঙ প্রসঙ্গে যোগীকে জানানো হয়, দীপিকার গেরুয়া বিকিনি ইচ্ছাকৃত ভাবে হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন‍্য রাখা হয়নি গানে।

pathan new song
তবুও বিতর্ক এড়াতেই নাকি উত্তরপ্রদেশ, মধ‍্যপ্রদেশের মতো রাজ‍্যে বেশরম রঙ বাদ দিয়েই পাঠান মুক্তি দেওয়া হবে। আর অন‍্যান‍্য রাজ‍্যে যেখানে বিক্ষোভ নেই, সেখানে সেন্সর বোর্ডের নির্দেশ মেনেই ছবিটি মুক্তি পাবে বলে খবর। আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসতে চলেছে পাঠান।

Niranjana Nag

সম্পর্কিত খবর