বাংলাহান্ট ডেস্ক : ‘পাশের বাড়ির ছেলে’র মতো দেখতে হয়েও যে বলিউড কাঁপানো যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে নাকি তারকা সন্তান ছাড়া জায়গা পাওয়া যায় না। এই কথাকে সম্পূর্ণ মিথ্যে করে গোটা ইন্ডাস্ট্রিতে তো বটেই, সমগ্র বিশ্বে ‘কিং’ হয়ে দেখিয়েছেন তিনি। তিনি শাহরুখ খান (Shahrukh Khan)। বলিউডের বাদশা, কিং খান, রোম্যান্স কিং, তাঁর উপাধি একাধিক। দর্শকদের ভালোবাসার নতুন সংজ্ঞা দিয়েছেন তিনি। এই ৫৮ তে এসেও তাঁর আবেদন অপ্রতিরোধ্য। আর এবার মুকুটে নতুন পালক জুড়ল শাহরুখের (Shahrukh Khan)।
বিশ্বের শ্রেষ্ঠ সুপুরুষদের মধ্যে দশম শাহরুখ (Shahrukh Khan)
বিশ্বের শ্রেষ্ঠ সুপুরুষদের মধ্যে দশম স্থানে জায়গা পেলেন শাহরুখ খান (Shahrukh Khan)। না, কোনো সমীক্ষায় নয়। বরং ব্রিটিশ যুক্তরাষ্ট্রের এক খ্যাতনামা কসমেটোলজিস্ট ডক্টর জুলিয়ান ডি সিলভা একটি বিশেষ ফেস ম্যাপিং স্টাডির মাধ্যমে শাহরুখকে (Shahrukh Khan) এই বিশেষ তকমা দিয়েছেন তিনি। একটি বিশেষ ফেস ম্যাপিং সফটওয়্যারের মাধ্যমে এই স্টাডি করেছেন তিনি। কী উঠে এসেছে সেই স্টাডিতে?
আরো পড়ুন : সেনা পরিবারের মেয়ে, প্রাক্তন ক্রিকেটারের প্রেমিকাই হবু বচ্চন বধূ! কে এই নিমরত?
স্টাডিতে উঠে এল কোন তথ্য
রিপোর্ট থেকে যেমনটা জানা যাচ্ছে, গ্রিক গোল্ডেন রেশিও অফ বিউটি মেট্রিক্স এর দ্বারা ফেসিয়াল সিমেট্রি পরিমাপ করা যায় একজন মানুষের। কসমেটোলজিস্ট জানান, এই সফটওয়্যার মানুষের মুখমণ্ডলের চোখ, নাক, ভ্রু, ঠোঁট, থুতনির বৈশিষ্ট্য দেখে পরীক্ষা নিরীক্ষা করে। শাহরুখের (Shahrukh Khan) ক্ষেত্রে বয়সটা শুধুই একটা সংখ্যা মাত্র। এই বয়সে এসেও তাঁর ফেসিয়াল সিমেট্রি নিখুঁত বলে জানান কসমেটোলজিস্ট। তবে নাকের ক্ষেত্রে একটু মার খেয়ে গিয়েছেন কিং খান।
আরো পড়ুন : এত বড় সাহস! শুধুমাত্র ‘এই’ দোষেই তিন তিনটি ছবি থেকে বের করে দেওয়া হয় মুনমুনকে
কীভাবে নিজেকে নিয়মে রাখেন কিং খান
৫০ এর কোঠা অনেকদিন আগেই পেরিয়ে এসেছেন শাহরুখ (Shahrukh Khan)। এগিয়ে চলেছেন ৬০ এর দিকে। এই বয়সে দাঁড়িয়েও নিজেকে যেভাবে তিনি মেনটেন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। একজন সুপারস্টার হিসেবে নিজেকে গ্রুমিং করার জন্য সেরা জিনিসটাই তিনি বেছে নেবেন, একথা বলা বাহুল্য। তবে এছাড়াও কড়া নিয়মে নিজেকে বেঁধে রেখেছেন শাহরুখ (Shahrukh Khan)।
গৌরী খান এর আগে জানিয়েছিলেন, তিনি এবং শাহরুখ কেউই বাইরের খাবার খান না। দিনে ৪৫ ঘন্টা শরীরচর্চার পেছনে দেন শাহরুখ। এক একদিন শুধুমাত্র শরীরের এক একটি অংশের প্রতিই নজর দেন তিনি। জানলে অবাক হবেন, সারা দিনে মোটে ৪ ঘন্টা ঘুমান শাহরুখ। ৭-৮ ঘন্টা তো দূর, রাতে দু চোখের পাতা একই করেন না তিনি! তাঁর ঘুমানোর সময় ভোর ৫ টা থেকে সকাল ৯-১০ টা। এমনকি দিনে একবেলাই খাবার খান শাহরুখ। যদিও এত নিয়ম মেনে চললেও ধূমপানের বদভ্যাসটা মোটেই ছাড়তে পারছেন না শাহরুখ।