ছেলেকে চোখে চোখে রাখবেন, মুম্বইতেই বন্ধু সলমনের ‘টাইগার থ্রি’র শুটিং শুরু করলেন শাহরুখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বহুদিন ধরে আটকে থাকা শুটিং ফের শুরু হল। সলমন খানের (salman khan) ‘টাইগার থ্রি’র (tiger 3) শুটিং শুরু করলেন শাহরুখ খান (shahrukh khan)। আগেই জানা গিয়েছিল, সলমনের এই ছবিতে ক‍্যামিও চরিত্রে দেখা যাবে বাদশাকে। অনেক আগেই শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু ছেলে আরিয়ান খান মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ায় কাজে ফিরতে পারেননি শাহরুখ।

এখন ছেলে বিপদ মুক্ত। তাই ফের শুটিং শুরু করেছেন কিং খান। জানা যাচ্ছে, মুম্বইতেই শুটিং করবেন তিনি। আগামী ১২ দিনের শিডিউল। বলিউড সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, এক RAW এজেন্টের চরিত্রে দেখা যাবে শাহরুখকে। অন্ধেরির যশ রাজ স্টুডিওতে শুটিং সারবেন তিনি। তবে সলমনকে এখনি দেখা যাবে না শাহরুখের সঙ্গে। পরবর্তীতে হয়তো কোনো দৃশ‍্যের জন‍্য দুজনে একসঙ্গে শুটিং করতে পারেন।


টাইগার থ্রির শুটিং মিটিয়েই ফের নিজের ছবির শুটিংয়ে যোগ দেবেন শাহরুখ। বিদেশে দীপিকার সঙ্গে একটি রোম‍্যান্টিক গান ও কিছু অ্যাকশন দৃশ‍্যের শুটি‌ং হওয়ার কথা রয়েছে। স্পেনের শুটিং অক্টোবরেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ছেলের জন‍্য সব পরিকল্পনা ভেস্তে যায় শাহরুখের। আইনি ঝামেলা মিটিয়ে ছেলের নিরাপত্তা নিশ্চিত করেই তারপর কাজে ফিরছেন তিনি।

আগামী বছরেই শাহরুখের ‘পাঠান’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ এক মাস শুটিং বন্ধ থাকায় তা আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তাও নির্মাতারা আগামী জানুয়ারির মধ‍্যেই পাঠানের শুটিং শেষ করার পরিকল্পনা করছেন। তবে দক্ষিণী পরিচালক অ্যাটলির ছবির শুটিং অত তাড়াতাড়ি শেষ করা সম্ভব হবে না। কারণ সেখানে কাজ বেশি। দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে। ২০২২ এর বেশিরভাগটা জুড়েই শুটিং হবে ছবির। তারপর শেষের দিকে হয়তো মুক্তি পেতে পারে ছবিটি।

সম্পর্কিত খবর

X