করোনা থেকে বাঁচতে নিজের বাড়ি ‘মন্নত’কে প্লাস্টিকে মুড়ে ফেললেন শাহরুখ! জেনে নিন সত‍্যিটা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত মার্চ মাস থেকেই করোনা (corona) ভাইরাসের দাপট দেখে চলেছে গোটা বিশ্ববাসী। মাত্র একটি আণুবীক্ষণিক ভাইরাস যে গোটা মনুষ‍্যকুলকে এমন নাজেহাল করতে পারে তা ২০২০র আগে।সম্ভবত কেউই ভাবতে পারেনি। বলিউড তারকাদের বাড়িতেও থাবা বসিয়েছে করোনা। সম্প্রতি বচ্চন পরিবারে করোনা হানার পর থেকেই তোলপাড় শুরু হয়েছে বিটাউনে। অন‍্যান‍্য তারকারাও নিজেদের নিরাপত্তার ঘেরাটোপ আরও মজবুত করেছেন।
তবে বলিউডের বাদশা শাহরুখ খান (shahrukh khan) যে কাণ্ড করেছেন তা হয়ে গিয়েছে ভাইরাল। নিজের বাসভবন ‘মন্নত’ (mannat) কে সম্পূর্ণ প্লাস্টিকে মুড়ে ফেলেছেন কিং খান। সোশ‍্যাল মিডিয়ায় মন্নতের সেই প্লাস্টিক মোড়া ছবিই এখন ভাইরাল।


নেটিজেনের একাংশের বক্তব‍্য, করোনার হাত থেকে নিজের পরিবারকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। লকডাউনের শুরু থেকে মন্নতেই স্ত্রী গৌরি ও তিন ছেলে মেয়ে আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে রয়েছেন শাহরুখ। অনেকে বলছেন, সম্প্রতি বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা জানিয়েছে বাতাসের মাধ‍্যমেও ছড়াতে পারে করোনা। সেই কারনেই সুরক্ষার বন্দোবস্ত করেছেন শাহরুখ।

তবে সম্প্রতি জানা গিয়েছে, মন্নতের এমন প্লাস্টিকে মোড়া রূপ এই প্রথম নয়। প্রতিবারই বর্ষার সময় নিজের বাসভবনকে প্লাস্টিক দিয়ে ঢেকে ফেলেন শাহরুখ। মুম্বইয়ের ভারী বর্ষা থেকে মন্নতকে রক্ষা করতেই এমনটা প্রতিবারই করে থাকেন কিং খান। তবে এবার করোনা আবহে সংক্রমণ থেকে বাঁচতেই বাদশা মন্নতকে প্লাস্টিকে মুড়েছেন বলে দাবি করে অনেকে।

সম্পর্কিত খবর

X