বাংলাহান্ট ডেস্ক: শাহরুখ খান (Shahrukh Khan) বড়পর্দায় ফিরলে ধামাকা হবে, এমন ভবিষ্যদ্বাণী আগেই করা হয়েছিল। চার বছরের প্রতীক্ষার পর প্রিয় সুপারস্টারকে দেখতে দলে দলে মানুষ প্রেক্ষাগৃহে যাবে, একথা জানাই ছিল। তবুও ‘পাঠান’ (Pathan) মুক্তির আগে নানান বিতর্ক ছবির সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ানোর আশঙ্কা করেছিলেন অনেকে। কিন্তু প্রথম দিন থেকেই ছবির বক্স অফিস কালেকশন সমস্ত বিতর্ক ধূলিসাৎ করে দিয়েছে। বয়কটের বেড়াজালে আটকানো যায়নি কিং খানকে।
তবে পাঠান হিট হবে জানা থাকলেও সাফল্য এত বিরাট আকারে আসবে তা ভাবতে পারেননি ট্রেড অ্যানালিস্টরাও। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল পাঠান। ৩৮ তম দিনেও ছবির ব্যবসা অব্যাহত। এক মাসের বেশি হয়ে গিয়েছে পাঠান রয়েছে প্রেক্ষাগৃহে। ইতিমধ্যে মুক্তি পেয়েছে দুটি নতুন হিন্দি ছবি কার্তিক আরিয়ানের শেহজাদা এবং অক্ষয় কুমার ও ইমরান হাশমির সেলফি।
দুটি ছবিই বক্স অফিসে ফ্লপের তকমা জুটিয়ে নিয়েছে। একা রাজত্ব করছেন শাহরুখ। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছিল পাঠান। ৩৮ তম দিনে এসেও একটি রেকর্ড ভেঙেছে ছবিটি। এস এস রাজামৌলির ব্লকবাস্টার ছবি ‘বাহুবলী ২’ কেও পেছনে ফেলে দিয়েছেন শাহরুখ। আর সেই সঙ্গে পাঠানের সঙ্গে জুড়ে গিয়েছে নয়া রেকর্ড।
৫১০.৯৯ কোটি টাকার অঙ্ক নিয়ে বাহুবলী ২ এর হিন্দি ভার্সনটি এতদিন সবথেকে বেশি ব্যবসা করা ছবির তকমা ধরে রেখেছিল। শাহরুখ কামব্যাক করেই এতদিনের জবরদখল করে রাখা জায়গা থেকে হটালেন প্রভাসকে। ৩৮ তম দিনে ৫১১.৭৫ কোটি টাকার ব্যবসা করে বাহুবলী ২ কে ছাপিয়ে গেল পাঠান। এখন এটাই সবথেকে বেশি ব্যবসা করা হিন্দি ছবি।
PATHAAN HIGHEST GROSSER crosses #Baahubali2 @yrf @rohan_m01 @iamsrk#ShahRukhKhan’s #Pathaan In national chains 5th Thursday Vs 6th Friday:
PVR : 16 lacs / 23 lacs * estimate
INOX: 12 lacs / 17.5 lacs FINAL
Cinepolis: 7.5 lacs / 10 lacs FINAL
Total: 35.50 lacs / 50.50 lacs https://t.co/PfLCXf730d pic.twitter.com/vv4ZP7bR44— Box Office Worldwide (@BOWorldwide) March 3, 2023
গোটা দেশে সবকটি ভাষায় এখনো পর্যন্ত ৫২৯.৪৪ কোটি টাকার ব্যবসা করেছে পাঠান। আর বিশ্ব বক্স অফিসের নিরিখে সংখ্যাটা দাঁড়িয়েছে ১০২৯ কোটি টাকায়। ৩৮ দিন পেরিয়ে গেলেও পাঠান কিন্তু থেমে নেই। এখনো প্রেক্ষাগৃহ কাঁপাচ্ছে শাহরুখের কামব্যাক ফিল্ম। উল্লেখ্য, আর মাস কয়েক পরেই মুক্তি পাবে কিং খানের এ বছরের দ্বিতীয় ছবি ‘জওয়ান’।