কার চাপ তার ওপর? CID-র জেরাতে কাবু হয়ে বিরাট বয়ান শাহজাহানের, সুর পাল্টে বললেন…

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত প্রায় দুমাস থেকে চর্চার শিরোনামে সন্দেশখালির (Sandeshkhali) বাঘ শেখ শাহজাহান। যদিও সেই বাঘ আপাতত খাঁচায় বন্দি। সন্দেশখালি ঘটনার ৫৫ দিন পর অবশেষে গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। আদালতের সবুজ সংকেতের পরই রাজ্য পুলিশের হাতে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। বৃহস্পতিবার মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছে এই দাপুটে নেতাকে। বর্তমানে সিআইডি হেফাজতে শাহজাহান। আর সেখানে গিয়েই হঠাৎ ভোলবদল। কিন্তু কার চাপে?

ঘটনাটা কী? বৃহস্পতিবারই পুলিশের হাত থেকে শাহজাহানের মামলাটি হাতে নেয় সিআইডি। তারপরই চলে টানা জিজ্ঞাসাবাদ। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে শাহজাহানকে জেরা করা হয়। সূত্রের খবর, জেরায় শাহজাহান জানিয়েছেন, সন্দেশখালিতে ইডি-র ওপর হামলার ঘটনায় তার কোনও যোগ নেই। না তিনি কাউকে ডেকে কিছু বলেছেন, আর নাই বা ফোন করে হামলার নির্দেশ দিয়েছেন।

তবে, এর আগেই জেলা পুলিশ বসিরহাট আদালতে বয়ান পেশ করে জানায়, শেখ শাহজাহান ১৬১ এ ইডি-র ওপর হামলার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। আদালতে পুলিশ জানায়, জেরায় শাহজাহান গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা নিজে মুখেই স্বীকার করে নিয়েছেন। ইডি যখন বাহিনী সমেত তার বাড়িতে রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযান চালিয়েছিলেন, তখন তিনি ভয় অনুগামীদের ফোন করেন। যাতে কোনওভাবে ইডি তার বাড়িতে ঢুকতে না পারে সেই নির্দেশ দিয়েছিলেন শাহজাহান।

শুধু তাই নয়, ইডি আধিকারিকদের জিনিস লুঠেরও নির্দেশও শাহজাহানই দিয়েছিলেন বলে আদালতে জানায় পুলিশ। পুলিশের বক্তব্য ছিল, শাহজাহানের নির্দেশে ইডিকে আটকাতে গিয়েই অত সব ঘটনা ঘটেছিল সন্দেশখালিতে। শাহজাহান তা স্বীকার করে নিয়েছে বলেও জানায় পুলিশ। তবে সিআইডি জেরা করতেই একেবারে পাল্টি খেলেন সন্দেশখালির বেতাজ বাদশা।

সিআইডির জেরায় শাহজাহান জানান, ইডি-র ওপর হামলার ঘটনায় তার কোনো হাত ছিল না। কোনোভাবেই এই ঘটনার সঙ্গে কোনও যোগ নেই বলেও সাফ জানিয়ে দেয় শাহজাহান। কিন্তু কেন এভাবে পাল্টি খেল শাহজাহান? কারও চাপে? নাকি কারও ভয়ে? জোর শোরগোল শুরু হয়েছে সর্বত্র।

sheikh shahjahan

আরও পড়ুন: তৃণমূল নয়, কার চাপে গ্রেফতার হয়েছে শাহজাহান? ভরা সভায় দাঁড়িয়ে যা বললেন মোদী…, তোলপাড়

শাহজাহানের এই ভোলবদলের বিষয়ে আইনজীবীমহলের একাংশ মনে করছেন, নিজের আইনজীবীর পরামর্শ মতোই নিজের বয়ান বদলেছেন শাহজাহান। আইনজীবীর পরামর্শ মতোই চলছেন তিনি। এর আগে আগাম জামিন মামলায় শাহজাহানের আইনজীবীরা আদালতে বলেন, তাদের মক্কেল কাউকে হামলার নির্দেশ দেননি। বরং এলাকার লোকেরা তাকে ভালোবাসেন বলে রাগে গোয়েন্দাদের ওপর হামলা চালায়। হঠাৎ ইডি তাদের প্ৰিয় নেতার বাড়িতে হানা দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়েই ইডি আধিকারিকদের বিরুদ্ধে হামলা চালায় বলে আদালতে দাবি করেন শাহজাহানের আইনজীবীরা। আর তাই এবার আইনজীবীদের সুরে সুর মিলিয়েই শাহজাহান বয়ান পাল্টেছে বলে মনে করছে আইনজীবীমহলের একাংশ।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X