বিশ্বসেরা হয়েও IPL-এ অবিক্রীত সাকিব, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ আরেক বাংলাদেশি ক্রিকেটারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল নিলামের দ্বিতীয় ও শেষ দিনেও বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিলো না ১০ টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে কেউই। ৩৩ বছর বয়সী সাকিবের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। প্রথম দিনে অনেক বড় তারকার মতো তিনিও অবিক্রিত থেকে যান। দ্বিতীয় দিনে কিছু দলের কোটা পূরণের জন্য প্রয়োজনীয় খেলোয়াড়ের অভাব ছিল। তাই বাকি অবিক্রিতদের মতোই সাকিবের নামও আবার ওঠে। কিন্তু সাকিব এবং বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হতাশা বাড়িয়ে দ্বিতীয়বারেও অবিক্রিত প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক।

চলতি বিপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন সাকিব। সেখানে টানা পাঁচটি ম্যাচের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি। তাই তাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা চলবে আশা করা হয়েছিল। বিশ্বের কোনও প্রান্তে টি-টোয়েন্টি টুর্নামেন্টে টানা পাঁচবার ম্যান অব দ্য ম্যাচ হতে পারেননি বিশ্বের কোনো খেলোয়াড়ই।

এবার আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলির সাকিবকে নিয়ে অনীহার প্রতিবাদ করেছেন বাংলাদেশি সমর্থকরা। মুখ খুলেছেন বাংলাদেশের হয়ে ২০১৫ বিশ্বকাপে দুরন্ত বোলিং করা রুবেল হোসেন। তিনি সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ভারতীয় ক্রিকেটের উদ্দেশ্যে বলেছেন যে পারলে ভারত সাকিবের মতো একজন অলরাউন্ডার তৈরি করে দেখাক।

shakib

আইপিএলে, সাকিব ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত নয় বছরে দুটি দলের হয়ে মাঠে নেমেছেন। দলদুটি হল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। সাকিব আইপিএলে ৭১টি ম্যাচ খেলে ৫২ টি ইনিংসে ব্যাট হাতে ১৯.৮৩ গড়ে ৭৯৩ রান করেছেন এবং সেইসঙ্গে ৬৩টি উইকেট নিয়েছিলেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর