বাংলাহান্ট ডেস্কঃ ‘পাকিস্তানি (Pakistan) সেনাই পৃথিবীতে আতঙ্কবাদের (Terrorist) মূল শিকড়’- পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লেখা এই পোস্টার খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়। জেনেভায় (Geneva) চলছে মানবাধিকার কাউন্সিলের বৈঠক, আর সেই বৈঠকের বাইরে পড়েছে এই পোস্টার। আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলের ৪৩তম সম্মেলন চলছে সুইত্জারল্যান্ডের (Switzerland) জেনেভায়। আর তাঁরই মধ্যে সংখ্যালঘু পাকিস্তানরা এই বৈঠক নিয়ে বিক্ষোভ দেখায়।
বিক্ষোভ দেখায় বালোচ ও পাস্তুনরা। ইরানি বংশোদ্ভূত বালোচারা থাকেন দক্ষিণপূর্ব পাকিস্তানে ও বালোচিস্তানে। এবং আফগান উপজাতি হল পাস্তনারা। এই দুই সম্প্রদায় হল পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়। পাকিস্তানি হলেও এদের উপর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অত্যাচার এবং হামলা চালায় পাক সেনাবাহিনি। বহুদিন ধরেই তাঁরা তাঁদের এই অত্যাচারের বিষয়ে সরব হয়েছেন আন্তর্জাতিক স্তরে।
এই বিষয়ে পাকিস্তানের সরকার এই বিষয় নিয়ে একদমই অয়াকিবহাল নন। কারণ তাঁরা নিজেরাই অসামাজিক কারকর্মের সঙ্গে লপ্ত থাকে। মুম্বই হামলার পর থেকেই ধীরে ধীরে পাকিস্তানে শক্তিশালী হয়ে উঠতে থাকে একাধিক জঙ্গি সংগঠন। ওয়াজিরিস্থান (Waziristan) হল এদের মূল কেন্দ্র। পাক সরকার এ বিষয়ে কোন কড়া পদক্ষেপ গ্রহণ না করায়, পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠন সে দেশে বহাল তবিয়তে চাঁদা তুলে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করে চলেছে। এবং ভারতে পাক হামলা চালিয়েই যাচ্ছে।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বহুবার পাকিস্তানকে সংযত হওয়ার বার্তা দিয়েছেন। পাকিস্তানের এই হামলা কোন নতুন ঘটনা নয়। বারবার তাঁরা হামলা চালায় ভারতের উপর। বেশ কয়েক সপ্তাহ আগেই আন্তর্জাতিক সন্ত্রাসের ওপর নজরদারি সংস্থা এফএটিএফ সন্ত্রাসবাদী কাজকপ্ররমের জন্য পাকিস্তানকে গ্রে লিস্টে তাকিলা ভুক্ত করে। নিজেদের গ্রে লিস্ট থেকে মুক্ত করবার জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।