আহমেদাবাদে সবুজ ঝড়! খাওয়াজার শতরান সত্ত্বেও ভারতকে লড়াইয়ে রেখেছে শামির বোলিং

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রথম দিনেই জমজমাট আহমেদাবাদ টেস্ট (Ahmedabad Test)। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবিনেজ (Anthony Albanese) আজ উপস্থিত থেকে ম্যাচটির শুভ সূচনা ঘটিয়েছিলেন। এরপর টসে যেতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith)। তার সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম দিনে টেস্ট যত গড়িয়েছে ততই বোঝা যাচ্ছিল।

দুর্দান্তভাবে শুরুটা করেছিল অস্ট্রেলিয়ার দুই ওপেনার। কিন্তু ৩২ রানের ব্যক্তিগত স্কোরে অযথা আক্রমণ করতে গিয়ে রবি অশ্বিনকে নিজের উইকেট উপহার দিয়ে আসেন ট্র‍্যাভিস হেড। এরপর মার্নাস লাবুশানেকে মাত্র ৩ রানের ব্যক্তিগত স্কোরে বোল্ড করেন এই চতুর্থ টেস্টে সিরাজের জায়গায় দলে ফেরা শামি (Md Shami)। কিন্তু এরপর আর রানের গতি কমে গেলেও গোটা দ্বিতীয় সেশনে একটিও উইকেট পড়তে দেননি স্টিভ স্মিথ এবং উসমান খাওয়াজা (Usman Khawaja)।

   

খাওয়াজা আজ নিজস্ব ছন্দেই খেলেছেন। কিন্তু স্টিভ স্মিথকে দেখে অতিরিক্ত সতর্ক মনে হচ্ছিল। ব্যাটিংয়ের জন্য উপযুক্ত পরিস্থিতিতে গোটা সিরিজে রান্না পাওয়া অস্ট্রেলিয়ান অধিনায়ক নিজের উইকেটটি অত্যন্ত সামলে রাখতে চেয়েছিলেন। কিন্তু তৃতীয় সেশনে সামান্য ভুল করে জাদেজার বল কিছুটা ভুল লাইনে খেলতেই ইনসাইড এজ লেগে ১৩৫ বলে ৩৮ রান করে বোল্ড হন তিনি।

সুমিতের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি কতটা হতাশ। অত্যন্ত কষ্ট করে নিজেকে মাঠ থেকে বার করেছিলেন অজি অধিনায়ক। এরপর পিটার হ্যান্ডসকম্বকে বোল্ড করেন শামি। এই পরিস্থিতিতে দেখে মনে হচ্ছিল যেন ভারতীয় দল ম্যাচে প্রত্যাবর্তন করতে পারবে। কিন্তু উসমান খাওয়াজা সেটা হতে দেননি। চলতি সিরিজে দুটি অর্ধশতরান করার পর আজ ম্যাচটা স্মরণীয় করে রাখতে মরিয়া ছিলেন তিনি।

khawaja century

হ্যান্ডসকম্ব আউট হওয়ার পর মাঠে এসে ভারতীয় বোলারদের ওপর পাল্টা আক্রমণ শুরু করেন ক্যামেরন গ্রীন। বেশ কিছু দৃষ্টিনন্দন শট পেসার এবং স্পিনার উভয়ের বিরুদ্ধেই খেলেছেন তিনি। প্রথম দিনের শেষে তিনি ৬৪ বল খেলে ৪৯ রানে অপরাজিত থাকেন। অসাধারণ ধৈর্যের সাথে ব্যাটিং করে প্রথম দিনের শেষ ওভারে শামির বল বাউন্ডারিতে পাঠিয়ে ২৪৬ বলে তিনি নিজের ১৪ তম এবং ভারতের মাটিতে প্রথম শতরানটি তুলে নেন খাওয়াজা। শেষ দিকে তিনি এবং গ্রীন যেভাবে ব্যাটিং করলেন তা বলে দিচ্ছে যে পরিস্থিতি কতটা ব্যাটিং বান্ধব। শামির বোলিংয়ে ভারত এখনো পুরোপুরি ম্যাচ থেকে হারিয়ে যায়নি। তবে আগামীকাল অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট না করতে পারলে ধীরে ধীরে অস্ট্রেলিয়ান এই ম্যাচ জয়ের জন্য ভালো জায়গায় পৌঁছে যাবে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর