কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়ে ধাক্কা বোলেরোর! নিছকই দুর্ঘটনা না রাজনৈতিক ষড়যন্ত্র? তদন্তে পুলিস

বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের (Santanu Thakur)কনভয়ের গাড়িতে ধাক্কা! শনিবার উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) অশোকনগরের মানিকতলায় তাঁর কনভয়ের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। তাঁর দাবি, পিছন দিক থেকে তাঁর কনভয়ের গাড়িতে ধাক্কা দেয় একটি গাড়ি। শান্তনু জানান, এ ব্যাপারে তিনি পুলিসকে মৌখিক ভাবে জানিয়েছেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, শনিবার সন্ধ্যায় তিনি বিমানবন্দর থেকে ফিরছিলেন। সেই সময়েই ঘটনাটি ঘটেছে। তাঁর অভিযোগ, ওই গাড়িটি তাঁর কনভয়ের পিছু নিয়েছিল। ১০ কিলোমিটার ধরে পিছনে পিছনেই আসছিল। এর পর কনভয় যানজটে আটকাতেই পিছনে ধাক্কা দেয় গাড়িটি।

shantanu thakur bjp

এই ঘটনা নিয়ে শান্তনু ঠাকুর বলেছেন, ‘আমি বিমানবন্দর থেকে ফিরছিলাম। গাড়ি যখন গুমা পেরিয়ে অশোকনগরের মানিকতলা এলাকায় আসে, তখন জ্যামে দাঁড়িয়ে পড়ে। তখন পিছন থেকে বলেরো গাড়ি কনভয়ে এসে ধাক্কা মারে। ধাক্কার জেরে ইনোভা গাড়িটির পিছন দুমড়ে গিয়েছে। ১০ কিলোমিটার আগে থেকেই এই গাড়িটি আমাদের ফলো করছিল।

তিনি আরও জানান, ‘আমি উদ্দেশ্য নিয়ে কিছু বলব না। না জেনে কোনও রাজনৈতিক অভিপ্রায় ছিল কি না, তা বলব না। কিন্তু এ ভাবে ১০ কিলোমিটার ফলো করে দাঁড়িয়ে থেকে ধাক্কা মারার উদ্দেশ্য জানা দরকার। আমি স্থানীয় থানায় মৌখিক অভিযোগ জানিয়েছি। লিখিত অভিযোগও করব।’

আরও পড়ুন : ‘নীতিশের মত ১০০ জন মুখ্যমন্ত্রী এলেও ১০ লক্ষ চাকরি দিতে পারবে না!’, বিস্ফোরক প্রশান্ত কিশোর

তবে এই ঘটনার পিছনে রাজনৈতিক কোনও অভিসন্ধি আছে কি না, তা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না শান্তনু ঠাকুর। কী কারণে এভাবে একটি গাড়ি এসে তাঁক কনভয়ে ধাক্কা মারল, তার তদন্তের জন বিষয়টি মৌখিকভাবে অশোকনগর থানায় জানিয়েন বলেও এদিন জানান মন্ত্রী। অন্যদিকে, পুলিস সূত্রে খবর, এখনও এই বিষয়ে অশোকনগর থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান পুলিস আধিকারিকরা ৷

Sudipto

সম্পর্কিত খবর