বাংলা হান্ট নিউজ ডেস্ক: এবারের মতো আইপিএল অভিযান কার্যত শেষ পাঞ্জাব কিংসের। আজ দিল্লি ক্যাপিটালসের করা ১৫৯ রানের জবাবে ২০ ওভারে ১৪২ রানের বেশি তুলতে পারেননি ধাওয়ানরা। অপরদিকে আজকের ম্যাচে জিতে আরসিবিকে টপকে চতুর্থ স্থানে উঠে এলো পন্থের দিল্লি ক্যাপিটালস।
দিল্লি ব্যাটিং করতে নামার পর লিয়াম লিভিংস্টোনকে প্রথমেই বল করতে আনেন ময়ঙ্ক আগরওয়াল। আর সেই ফাটকা চূড়ান্ত সফল। ম্যাচের প্রথম বলেই ওয়ার্নারকে অফস্পিনে ঠকিয়ে পয়েন্টে ক্যাচ তুলিয়ে ফেরত পাঠান তিনি। এরপর আজ শ্রীকর ভরতের জায়গায় সুযোগ পাওয়া সরফরাজ খান এবং ৩ নম্বরে নামা মিচেল মার্সের মধ্যে একটি উপযোগী পার্টনারশিপ হয়। সরফরাজ ১৬ বলে ৩২ করে আউট হলেও টানা নিজের দ্বিতীয় অর্ধশতরান পূর্ন করেন মার্স।
৪৮ বলে ৬৩ রানের দুরন্ত ইনিংস খেলে রাবাডার শিকার হন তিনি। কিন্তু এরপর ললিত যাদব (২৪) ছাড়া গোটা দিল্লি মিডল অর্ডার ব্যার্থ। শেষপর্যন্ত ১৫৯ রানের বেশি তুলতে পারেননি পন্থরা। ৪ ওভারে ২৭ রান দিয়ে ওয়ার্নার, পন্থ এবং পাওয়েলের মত গুরুত্বপূর্ণ ব্যাটারদের উইকেট নেন লিভিংস্টোন। ৩ উইকেট তোলেন অর্শদীপ সিং-ও।
ব্যাট করতে নেমে বেয়ারস্টো (২৮) এবং ধাওয়ান (১৯) ভালো শুরু করলেও বাকি ব্যাটাররা সেই লড়াইয়ের মর্যাদা দিতে পারেননি। ৫ থেকে ১৩ ওভারের মধ্যে মোট ৬টি উইকেট হারায় পাঞ্জাব। শেষদিকে ৪৪ রানের একটি ইনিংস খেলে দলকে জেতানোর চেষ্টা করেছিলেন জিতেশ শর্মা, কিন্তু তা যথেষ্ট ছিল না। ১৭ রানের ব্যবধানে ম্যাচ হারে পাঞ্জাব। ৪ উইকেট নেন শার্দূল ঠাকুর। কৃপণ বোলিং করে ২ টি করে উইকেট নেন দিল্লির দুই স্পিনার অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব।