শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ভরসাযোগ্য জনপ্রিয় অ্যাপ, নামমাত্র কমিশনে থাকছে দুর্দান্ত সুযোগ

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে যত উন্নত হয়েছে প্রযুক্তি, ততই সহজ হয়েছে আমাদের জীবন। এখন সবার হাতে হাতে স্মার্টফোন (Smartphone)। স্মার্টফোনের দুনিয়ায় A টু Z সব কিছুই সম্ভব হচ্ছে অ্যাপের মাধ্যমেই যারা শেয়ার মার্কেটে (Share Market) বিনিয়োগ করতে চান তারাও ঘরে বসে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেতে পারেন বিনিয়োগের হাজারও বিকল্প। ভারতে এমন কিছু মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলি খুব সহজে বিনিয়োগকারীদের শেয়ার ও মিউচুয়াল ফান্ডে প্রবেশের পথ মসৃণ করে দেয়।

(Share Market) শেয়ার মার্কেটে বিনিয়োগের অ্যাপ

• HDFC SKY : যারা শেয়ার মার্কেটে (Share Market) বিনিয়োগ করতে চান তাদের জন্য অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি অ্যাপ HDFC SKY। পোর্টফোলিও পরিচালনা করতে এবং রিয়েল-টাইম মার্কেট ডেটা অ্যাক্সেস করার জন্য এই অ্যাপটি বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। হোল্ডিং ট্র্যাকিং, পারফরমেন্স নিরীক্ষণ এবং সতর্কতা প্রাপ্তির মতো আকর্ষণীয় ফিচার্স রয়েছে এই অ্যাপে। প্রবন্ধ, টিউটোরিয়াল, ওয়েবিনারের মতো ফিচার্সগুলির মাধ্যমে শিখতে পারবেন শেয়ার মার্কেটে (Share Market) বিনিয়োগের বিভিন্ন বিষয় সম্পর্কে।

আরোও পড়ুন : বিশ্বজুড়ে ভারতীয় অস্ত্রের চাহিদা তুঙ্গে! এবার এই দেশে শুরু পিনাকা রকেট লঞ্চারের রফতানি

• Groww : ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসের জন্য বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত পছন্দের একটি অ্যাপ হয়ে উঠেছে Groww। এই অ্যাপের সহজ পরিচালন সিস্টেম অনভিজ্ঞ বিনিয়োগকারীকেও দেয় দুর্দান্ত অভিজ্ঞতা। স্টক ছাড়াও ব্যবহারকারীরা মিউচুয়াল ফান্ড, সোনা এবং মার্কিন স্টকগুলিতে বিনিয়োগ করতে পারেন এই অ্যাপের মাধ্যমে।

Share Market

• Upstox Pro : ভারতের অন্যতম জনপ্রিয় স্টক মার্কেট বিনিয়োগকারী অ্যাপ Upstox Pro। প্রিয় স্টক এবং সূচক ট্র্যাক করতে ব্যবহারকারীরা তাদের ড্যাশবোর্ড কাস্টমাইজ করার সুবিধা পান এই অ্যাপে। সহযোগিতা মূলক একাধিক বিকল্প রয়েছে এই অ্যাপে যার মাধ্যমে বিনিয়োগকারীরা সহজেই অবগত হতে পারেন স্টক সম্পর্কে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর