বাংলা হান্ট ডেস্ক: বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই খবরের শিরোনামে রাম গোপাল ভার্মার নাম দেখা যায়। বলিউড ও দক্ষিণ ভারতে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিছুদিন আগে টাইগার শ্রফকে ফোন কলে ট্রান্সজেন্ডার বলেন তিনি। শ্রীদেবী আন্ডারওয়ার্ল্ডের হাতে খুন হয়েছেন এমন মন্তব্যও করেন। কয়েক দিন আগে হেলমেট ছাড়া মোটরসাইকেলে চড়ে পুলিশ দায়িত্ব পালন করছে না বলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন।
সম্প্রতি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন নায়িকা শার্লিন চোপড়া।একটি সাক্ষাৎকারে শার্লিন জানান,” রাম গোপাল ভার্মা আমাকে কুরুচিকর মেসেজ পাঠিয়েছেন। রাম গোপাল আমাকে অশ্লীল ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। চিত্রনাট্য পড়ার পর আমার মনে হয়েছিল যে ওই ছবিতে শুধু যৌন দৃশ্যই রয়েছে। ২০১৬ সালের ঘটনা এটি। রাম গোপাল অভিনয় শেখানোর জন্য কুকুর ও নারীর একটি আপত্তিকর ভিডিও মেসেজ করেছিলেন”। যদিও সেই মেসেজের কোনো প্রমাণ দিতে পারেননি অভিনেত্রী।
কিন্তু এই নিয়ে কোনো মন্তব্য করেননি ‘সত্য’,’রঙ্গিলা’,’সরকার’ সিনেমার পরিচালক।
একই দিন একটি পার্টিতে গায়ে মদ ঢেলে অতিথিদের সঙ্গে আলিঙ্গন করে সমালোচিত হন রাম গোপাল।