Exclusive:’ঘুষখোর ছিলেন, কবে গাঁজাখোর হলেন জানি না’! ফিরহাদকে নিয়ে একি বললেন শতরূপ!

বাংলা হান্ট ডেস্কঃ দাপুটে রাজনীতিবিদ হিসেবে বেশ পরিচিতি আছে তরুণ বাম নেতা শতরূপ ঘোষের (Shatarup Ghosh)। বিরোধীদের ঝাঁঝালো আক্রমণ করতে ডরান না তিনি। রাজ্য রাজনীতির একাধিক ইস্যু নিয়ে সরব হতে দেখা যায় তাঁকে। সম্প্রতি যেমন বাংলা হান্টের (Bangla Hunt) মুখোমুখি হয়ে কলকাতার বুকে বেআইনি নির্মাণ নিয়ে কথা বলতে দেখা গেল শতরূপকে।

লোকসভা নির্বাচনের আবহে দিন কয়েক আগে কলকাতার গার্ডেন রিচে একটি বেআইনি নির্মাণ ভেঙে প্রাণ হারান একাধিক মানুষ। ঘটনাস্থল পরিদর্শনে এসে বেআইনি নির্মাণের কথা কার্যত স্বীকার করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এরপর থেকেই সংবাদের শিরোনামে রয়েছে তিলোত্তমার বুকে অবৈধ নির্মাণ প্রসঙ্গ। সম্প্রতি বাংলা হান্টের মুখোমুখি হয়ে এই বিষয়ে নিজের মতামত রাখেন শতরূপ।

বেআইনি নির্মাণ প্রসঙ্গে জিজ্ঞেস করা হতেই স্বভাবোচিত ভঙ্গিতে শতরূপ বলেন, ‘গার্ডেনরিচের যে ঘটনার কথা বললে, যার জন্য ফিরহাদ হাকিমের কথায় বামফ্রন্টের নাম উঠে এসেছিল…। ফিরহাদ হাকিম তো এমনি ঘুষখোর ছিলেন বরাবরই জানতাম, কিন্তু ইদানীং কেন গাঁজাখোরের মতো কথা বলা শুরু করেছেন বলতে পারব না’।

এখানেই না থেমে শতরূপ বলেন, ‘যে বিল্ডিংটা গত দেড় বছর ধরে তৈরি হচ্ছে, তার জন্য বামফ্রন্টকে দায়ী করছে, যারা কিনা ২০১০ সালে পুরসভা থেকে চলে গিয়েছে। আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ-পনেরো বছর আগে। সুতরাং সাড়ে চোদ্দ-পনেরো বছর আগে যারা পুরসভা থেকে চলে গিয়েছে, তাঁরা দায়িত্ব নেবে গত দেড় বছরে তৈরি হওয়া বেআইনি বাড়ির’।

আরও পড়ুনঃ ‘মজা দেখিয়ে দেব’! তৃণমূলের দেবাংশু নয়, ভোটের আগে কাকে হুঁশিয়ারি দিলেন অভিজিৎ?

শতরূপ বলেন, এই সমস্যাটা শুধুমাত্র গার্ডেনরিচের নয়, সমগ্র কলকাতা, শহর, শহরতলি জুড়েই এক চিত্র দেখা যায়। বেআইনি নির্মাণ বন্ধ হয়ে গেলে তৃণমূল কাউন্সিলরদের ঘর সংসার চলবে না বলেও মন্তব্য করেন তিনি। বাম নেতার কথায়, ‘গোটা কলকাতা জুড়ে এঁদের ফিক্সড রেট। বেআইনি বাড়ির ছাদ ঢালাই হবে, পার স্কোয়্যার ফুট ১০০ টাকা থানায় আর ১০০ টাকা তৃণমূল কাউন্সিলরকে দিতে হবে। ওই টাকা না দিয়ে কোনও প্রোমোটারের বাবার ক্ষমতা নেই কলকাতা শহরে একটা বেআইনি বিল্ডিংয়ের একটা ছাদ ঢালাই করে। তৃণমূল কংগ্রেসের এই লোভের বলি হচ্ছে সাধারণ মানুষ’।

shatarup ghosh interview

বেআইনি নির্মাণের পাশাপাশি ইলেক্টোরাল বন্ড নিয়েও কথা বলেন শতরূপ। কমবেশি প্রত্যেকটি রাজনৈতিক দল এর মাধ্যমে ‘অনুদান’ পেলেও সিপিআইএম শুরু থেকে এর বিরোধিতা করে এসেছে। সিপিআইএম ছাড়া আর কোনও দলের এই নিয়ে কথা বলার ‘নৈতিক যোগ্যতা’ নেই বলেও মন্তব্য করেন বাম নেতা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর