দক্ষিণ কোরিয়ার সিওলে ভারত বিরোধী স্লোগান, রুখে দাঁড়ান বিজেপি নেত্রী

বাংলা হান্ট ডেস্ক: কাশ্মীর নিয়ে মার্কিন-পাক সাংবাদিকদের মুখের ওপরে জবাব দিয়েছিলেন ভারতের সৈয়দ আকবরউদ্দিন। তেমনই দক্ষিণ কোরিয়ায় সোলের রাস্তায় ভারত বিরোধী স্লোগান শুনে গাড়ি থেকে নেমে পড়েন বিজেপি নেত্রী শাজিয়া ইলমি। নেমেই তিনি আটকান পাকিস্তানি সোল বাসীদের।

কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহারের বিরুদ্ধে গলা ফাটালেও, আন্তর্জাতিক মহলের কোনও সহযোগিতা পায়নি পাকিস্তান৷ চিনের থেকে সহমর্মিতা মিললেও কার্যত একঘরে হয়ে গিয়েছে পাকিস্থান৷ এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে পাক নাগরিকরা৷ শনিবার সেই চিত্র ধরা পড়ল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলেও৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সর্বোপরি ভারতকে নিশানা করলেন তারা৷

সম্প্রতি, গ্লোবাল সিটিজেন ফোরামের প্রতিনিধি হিসেবে ইউনাইটেড পিস ফেডারেশন কনফারেন্সে যোগ দিতে সিওল গিয়েছিলেন আরএসএস নেত্রী সাজিয়া ইলমি এবং আরও দুই নেতা৷ এবং সেখানেই পাক পতাকা হাতে নিয়ে একদল মানুষকে বিক্ষোভ দেখাতে দেখেন তাঁরা৷ পরে সংবাদ সংস্থা এএনআইকে সাজিয়া জানিয়েছেন, ‘‘হোটেলে ফেরার পথে আমরা দেখতে পাই, পাকিস্তানের পতাকা হাতে একদল লোক রাস্তায় জমায়েত করেছে৷ এবং ভারত ও আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। অনেক মানুষ ভিড় করে তাদের দেখছে। আমাদের মনে হয়েছিল, এটা আমাদের কর্তব্য যে, তাদের এই কাজের বিরোধিতা করা৷ এবং দেশ ও প্রধানমন্ত্রীর মান বাঁচানো। তাদের বলা যে, ৩৭০ ধারা বাতিল করা নিয়ে তোমাদের সমস্যা এত সমস্যা কেন? এটা একেবারেই আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। তোমাদের এ বিষয়ে ভাবতে হবে না৷’’

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে সাজিয়া ও দুই বিজেপি নেতার বিরোধিতার ভিডিও৷ যেখানে দেখা গিয়েছে, ট্যাক্সি থেকে নেমেই জমায়েতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তারা।

সম্পর্কিত খবর