বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগত মানেই গ্ল্যামার জগত। এই ধারনাটা কমবেশি সকলেরই রয়েছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এই গ্ল্যামারের পেছনেই লুকিয়ে রয়েছে এক কঠিন বাস্তব। কথায় বলে, প্রদীপের সলতের নীচেই থাকে সবথেকে বেশি অন্ধকার। কথাটা অভিনয় জগতের প্রতিও প্রযোজ্য। একথা আমরা বলছি না, বলেছেন সেই জগতের মানুষরাই। বহুবার কাস্টিং কাউচের (casting couch) বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তারকাদের। তার মধ্যে রয়েছেন অভিনেতা, অভিনেত্রী, গায়িকা, গায়ক সবাই। বলিউড হোক কি টলিউড কাস্টিং কাউচ নাকি রয়েছে সর্বত্রই। কেউ কেউ নিজের অভিজ্ঞতা জানিয়ে স্বীকার করেছেন এর অস্তিত্ব। আবার কেউ কেউ এড়িয়ে গিয়েছেন।
কাস্টিং কাউচের শিকার হয়েছেন অভিনেত্রী শার্লিন চোপড়াও (sherlyn chopra)। এর আগেও এই বিষয়ে মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি আরও বিষ্ফোরক তথ্য ফাঁস করলেন তিনি। শার্লিন জানান, বলিউডে পরিচালক প্রযোজকদের মধ্যে কিছু সাংকেতিক শব্দ ব্যবহার হয় কাস্টিং কাউচ বোঝাতে। তার মধ্যে একটি হল ‘ডিনার’।
এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন অন্ধকারেই ছিলেন শার্লিন। তাঁর কথায়, “কেরিয়ারের শুরুর দিকে যখন আমাকে কেউ চিনত না তখন কাজের সুযোগ পাওয়ার জন্য পরিচালকদের কাছে যেতাম। তাঁরা আমার পোর্টফোলিও দেখে রাত ১১-১২টার সময় তাঁদের বাড়িতে ‘ডিনার’এ ডাকতেন। আমিও তখন কিছু না বুঝেই চলে যেতাম। আসলে এর অর্থ হল ‘সমঝোতা’।”
https://www.instagram.com/p/B_b9PhSh_Fl/?igshid=1bb8f69ji0l2z
শার্লিন আরও জানান, চার পাঁচবার একই জিনিস ঘটায় আসল বিষয়টা খোলসা হয় তাঁর কাছে। তখনই এক ফন্দি বের করেন তিনি। তারপর থেকে কোনও পরিচালক ‘ডিনার’ এর জন্য ডাকলেই অভিনেত্রী বলতেন, ডায়েট করার জন্য তিনি ডিনার করেন না। তাই প্রাতরাশ বা লাঞ্চের জন্য তাঁকে ডাকতে। এরপর আর কেউ তাঁর কাছে ঘেষার সাহস করতেন না বলেও জানান শার্লিন।
https://www.instagram.com/p/B9_CgOMhaWV/?igshid=1t30w71u5x4s4
প্রসঙ্গত, এই মুহূর্তে বলিউডের ইন্টারনেট সেনসেশনদের মধ্যে অন্যতম হেলন শার্লিন চোপড়া। এই অভিনেত্রী তথা মডেল সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়। বিশেষত স্বল্প পোশাকে বা বোল্ড ফটোশুটের জন্য তাঁর জুড়ি মেলা ভার। জওয়ানি দিওয়ানি, দিল বোলে হারিপ্পার মতো বেশ কিছু ছবিতে অভিনয়ও করেছেন শার্লিন।