ফের পাকিস্তানে আক্রান্ত সংখ্যালঘুরা! এবার শিখ ব্যবসায়ীকে গুলি করে হত্যা, উত্তাল দেশ

বাংলা হান্ট ডেস্ক : ফের অশান্ত পাকিস্তান (Pakistan)। এবার সে দেশের পেশোয়ারে এক শিখ দোকানিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। গত ৪৮ ঘণ্টায় শিখ সম্প্রদায়ের উপর এই নিয়ে দ্বিতীয় হামলার ঘটনা ঘটল পেশোয়ারে। এই হামলার পরই আন্তর্জাতিক মহলেও শুরু হয়েছে তীব্র সমালোচনা।

পেশোয়ার পুলিস সূত্রে খবর, মৃতের নাম মনমোহন সিংহ (৩২)। পেশোয়ারের রশিদগঢ়হী বাজারে মুদি দোকান চালাতেন মনমোহন। শনিবার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় বাইকে চেপে দুই দুষ্কৃতী মনমোহনের পিছু নেয়। দোকান থেকে কিছুটা পথ যাওয়ার পর মনমোহনের পথ আটকায় দুষ্কৃতীরা। তার পর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিখ দোকানির।

পুলিস সূত্রে খবর, পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন মনমোহন। বাড়িতে তাঁর স্ত্রী, এক সন্তান, বয়স্ক বাবা-মা, বোন এবং এক প্রতিবন্ধী বোন রয়েছে। শুক্রবারই ওই এলাকায় তারলোক সিংহ নামে এক শিখ দোকানিকেও গুলি করে হত্যা করার চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে কোনওরকমে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।

৪৮ ঘণ্টার মধ্যে পর পর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের শিখ সংগঠন ‘ইউনাইটেড শিখস’। সংখ্যালঘুদের উপর বার বার হামলার ঘটনার নিন্দা করেছে তারা। বার বার সংখ্যালঘুদের উপর হামলার পরেও প্রশাসন কোনও রকম পদক্ষেপ করছে না বলে খবর।

শুধু তাই নয়, তাদের নিরাপত্তা দিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। ‘ইউনাইটেড শিখস’ জানিয়েছে, পাক দূতাবাসের সঙ্গে এ বিষয়ে কথা বলবে তারা। সংখ্যালঘুদের কেন নিরাপত্তা দেওয়া হচ্ছে না সেই বিষয়টিও জানানো হবে দূতাবাসকে।

এই প্রথম নয়। বছর দুয়েক আগেও পাকিস্তানের (Pakistan) পেশওয়ারে (Peshawar) এক শিখ যুবককে হত্যা করে দুষ্কৃতী। মৃত যুবকের নাম ছিল পরভিন্দর সিং। আগামী সপ্তাহেই বিয়ে ছিল পরভিন্দর সিং (Parvinder Singh) এর। পুলিস সূত্রে খবর, পরভিন্দর নিজের বইয়ের প্রস্তুতির জন্য পেশওয়ারে এসেছিল, সেখানে তাঁকে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাকে হত্যা করে।

Sudipto

সম্পর্কিত খবর