অব্যাহত অধিনায়ক বদলের ধারা, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ODI সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন ধাওয়ান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের দুটি সিরিজ খেলার পর জুলাইয়ের ২২ তারিখ থেকে ক্যারিবিয়ান ভূমে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারতীয় দল।সেই সিরিজের জন্য দল আজই ঘোষনা করে দিলো বিসিসিআই। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, তারকা বোলার যশপ্রিত বুমরা, চোট কাটিয়ে ফেরা হার্দিক পান্ডিয়া এবং বিরাট কোহলিকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে রোহিত, বুমরা, হার্দিক, কোহলির মতো ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হলে অধিনায়কত্ব করবেন কে? এবার আবারও একটি নতুন কে বেছে নিয়েছেন বিসিসিআই কর্তারা। ২২ শে জুলাই পোর্ট অফ স্পেনে শুরু হতে যাওয়া ওয়ান ডে সিরিজে অধিনায়কত্ব করবেন তারকা ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।

শিখর ধাওয়ান অবশ্য প্রথমবার ওডিআই অধিনায়ক হচ্ছেন না। গতবছর ভারতীয় মূল দল যখন ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত ছিল তখন তুলনামূলক অনভিজ্ঞ ভারতীয় দল নিয়ে শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়কত্ব করেছেন ধাওয়ান। পোর্ট অব স্পেনেই তিনটে ম্যাচ খেলার পর ভারতীয় দল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একটি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যেটি খুব সম্ভবত ভারতের অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে শেষ টি টোয়েন্টি সিরিজও হতে পারে। যদিও সেই টি-টোয়েন্টি সিরিজের দল এখনও ঘোষণা হয়নি কিন্তু তার আগে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত ভারতের স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, শার্দূল ঠাকুর, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর