আবার ভাঙনের ইঙ্গিত! আচমকাই মুকুলের বাড়ি গেলেন তৃণমূল বিধায়ক শীলভদ্র

বাংলা হান্ট ডেস্ক: আবার কি ভাঙন ধরতে চলেছে তৃণমূলে (All India Trinamool Congress)? এখনও দল না ছাড়লেও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তৃণমূলের বিচ্ছেদ স্রেফ সময়ের অপেক্ষা। শুভেন্দুর মতো হেভিওয়েট নেতা দল ছাড়লে সেটা শাসক দলের পক্ষে বেশ বড় ধাক্কা। সেটা অবশ্য মুখে মানবে না তৃণমূল। তবে এবার জল্পনা বাড়ালেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত । মঙ্গলবার রাতে মুকুল রায়ের সঙ্গে আচমকা সাক্ষাৎ করেছেন তিনি। আর সেই নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা।

মঙ্গলবার বিকালে মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে হঠাৎ করেই লালবাতির কয়েকটি গাড়ি প্রবেশ করে। বিশ্বস্ত সূত্রে খবর, ওই গাড়িতে শীলভদ্রই ছিলেন। যদিও মুকুল রায় বা শীলভদ্র নিজে এই সাক্ষাতের কথা অস্বীকার করেছেন। আসলে বেশ কয়েকদিন ধরেই বেসুরো সুরে ‘বাজছিলেন’ ব্যারাকপুরের তৃণমূল সাংসদ। কখনও জনসভা আবার কখনও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গিয়েছে। দলের বিরুদ্ধে অসন্তোষও প্রকাশ করেছেন।

সম্প্রতি শুভেন্দু অধিকারীকে নিয়ে আবার নিজের দলের বিরুদ্ধেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। শুভেন্দুর ইস্তফাকে তিনি প্রকাশ্যে সঠিক সিদ্ধান্ত বলে দাবি করেছিলেন। তখনই বোঝা গিয়েছিল তৃণমূলের সঙ্গে শীলভদ্রের সম্পর্ক তলানিতে। তবে ড্যামেজ কন্ট্রোলে কসুর করেনি তৃণমূলও। সঙ্গে সঙ্গেই তাঁর সঙ্গে দেখা করে পিকের টিম। পরে আবার জ্যোতিপ্রিয় মল্লিকও গিয়েছিলেন। কিন্তু তাঁর সঙ্গে সাক্ষাৎ করেননি শীলভদ্র।

সম্পর্কিত খবর