বাংলাহান্ট ডেস্ক: হিন্দি টেলিভিশন শোয়ের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম হল ‘সিআইডি’ (CID)। ২১ বছরেরও বেশি সময় ধরে সম্প্রচারিত হয়েছিল এই শোটি। ২০১৮ র অক্টোবরে শেষ হয় সিআইডি। কিন্তু আশা ছাড়েনি এর দর্শকেরা। নব্বইয়ের দশকের নস্টালজিয়া নিয়ে আবারো ফিরতে পারে এসিপি প্রদ্যুম্ন (acp pradyuman), দয়া, অভিজিৎরা, এই আশাতেই বুক বেঁধেছিল তারা।
সেই আশার পালেই হাওয়া লাগালেন অভিনেতা শিবাজি সতম (shivaji satam)। শোয়ের অন্যতম মুখ্য চরিত্র এসিপি প্রদ্যুম্নের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। কিন্থু শোয়ের শেষে তাঁর মৃত্যু দেখানো হয়েছিল পর্দায়। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শিবাজি ইঙ্গিত দেন, নতুন রূপে ফিরতে পারে এই জনপ্রিয় শো।
অভিনেতা বলেন, “সিআইডিকে নতুন ভাবে ফেরানোর ব্যাপারে কথাবার্তা বলছেন প্রযোজকরা। কথাবার্তা চলছে ঠিকই, তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। সবটাই এখনো আলোচনার স্তরে রয়েছে।” শিবাজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁকে কি আবারো এসিপি প্রদ্যুম্নের ভূমিকায় দেখা যাবে? এক মুহূর্তও না ভেবে তিনি উত্তর দেন, যদি কাল থেকে সিআইডি শুরু হয় তবে কাল থেকেই তিনি কাজ শুরু করে দেবেন। একই চরিত্র করতে তাঁর কোনো ক্লান্তি নেই, তিনি বাড়িতে বসে বসে ক্লান্ত হয়ে পড়ছেন।
এসিপি প্রদ্যুম্নের নামে এক ডাকে শিবাজিকে চেনে মানুষ। জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন তিনি এই চরিত্রের মাধ্যমে। কিন্তু হতাশাজনক ব্যাপার, এত খ্যাতি পেয়েও সিআইডির পরে বেশি কাজ পাননি তিনি। যাও বা পেয়েছেন সবই পুলিসের চরিত্র। শিবাজির কথায়, “আমার মতো বয়সের অভিনেতার জন্য তেমন কোনো ভাল চরিত্র লেখা হয় না। এটা দূর্ভাগ্য যে ভাল অভিনেতারা মনের মতো চরিত্র পায় না, আর দর্শকরাও ভাল অভিনেতাদের দেখতে পায় না।”
সিআইডি নতুন করে শুরু হবে কিনা সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষনা করা হয়নি প্রযোজকদের তরফে। তবে শোয়ের প্রথম সিজনের জনপ্রিয়তার কথা যদি মাথায় রাখা যায় তবে দ্বিতীয় সিজন নিয়েও যে উন্মাদনা চড়া থাকবে তা নিয়ে সন্দেহ থাকার কথা নয়।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট