ভুলেও কোহলির সাথে ওর তুলনা করবেন না! বিশ্বকাপ চলাকালীন প্রাক্তন পাক তারকাই ঠুকলেন বাবরকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আরম্ভ হয়ে গিয়েছে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। গত রবিবার প্রথম রাউন্ডের ম্যাচগুলি সম্পূর্ণ হয়েছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলি হার দিয়ে বিশ্বকাপে অভিযান আরম্ভ করেছে। আবার সুযোগ প্রতিদ্বন্দ্বী ভারত (Indian Cricket Team) এবং পাকিস্তান (Pakistan Cricket Team) কিছুটা সমস্যার মুখোমুখি হয়েও নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। কিন্তু ব্যাট হাতে ভারতীয় মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) সফল হলেও বাবর আজম (Babar Azam) প্রথম ম্যাচে ব্যর্থ।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ এবং চলতি বছরের এশিয়া কাপ ও বিশ্বকাপ মিলিয়েও এখনো অবধি মনে রাখার মত কোনও ইনিংস খেলতে পারেননি বাবর। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি অর্ধশতরান এবং ওডিআই ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে একটি ১৫১ রানের ইনিংস বাদ দিয়ে তিনি সম্পূর্ণ ব্যর্থ। প্রত্যাশা যে প্রবল চাপ তার উপর রয়েছে, সেটা এখনো অবধি ওঠাতে সফল হননি তিনি।

অপরদিকে এই চারটি টুর্নামেন্টে মনে রাখার মতন একাধিক ইনিংস খেলেছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে মনে রাখার মতন অর্ধশতরান, গত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে শতরান এবং চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৮৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস, ধারাবাহিকভাবে সমর্থকদের বিনোদন দিয়ে চলছেন তিনি।

আরও পড়ুন: ODI ফরম্যাটের ভিভিএস লক্ষ্মণ! লোকেশ রাহুলের বুদ্ধিদীপ্ত ব্যাটিং দেখে প্রশংসায় বিশেষজ্ঞরা

laugh kohli

এবার বাবর আজম এবং বিরাট কোহলি প্রসঙ্গে মুখ খুলেছেন প্রাক্তন পাকিস্তান পেসার শোয়েব আখতার। এই তারকা ফাস্ট বোলার বলেছেন যে বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে কোন তুলনাই চলে না। বিরাট কোহলি ২৫ রান করলে তার মধ্যে ১৫ টা সিঙ্গেলস থাকে এবং হয়তো দুটি বাউন্ডারি থাকে। অর্থাৎ বড় শট মারতে না পারলেও কব্জির কাজে বলকে গ্যাপে ঠেলে রানের গতিকে সচল রাখেন তিনি। বাবর নিজে বিরাটকে আদর্শ মানলেও তার খেলায় এই বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনা দেখা যায় না। প্রথম ম্যাচে কিছুটা লড়াই করে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পাওয়ার দিনে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ব্যাট হাতে ব্যর্থতা দেখে এই মন্তব্য করেছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার।

আরও পড়ুন: একদিনে দুইবার সচিনকে টপকে গেলেন কোহলি! ODI ফরম্যাটে গড়লেন বিরাট রেকর্ড

ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে আগামী ১৪ ই অক্টোবর। তার আগে পাকিস্তান একটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারতীয় দল ১১ তারিখ মুখোমুখি হবে আফগানিস্তানের। অর্থাৎ বাবর বনাম বিরাট লড়াই দেখার আগে দুই দলের হাতে আরও একটি ম্যাচ থাকছে। বিরাট কোহলি চেষ্টা করবেন ছন্দ ধরে রাখার। প্রথম ম্যাচে একটি বড় ভুল করেও জীবনদান পেয়েছিলেন তিনি। অপরদিকে বাবরের লক্ষ্য থাকবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে নিজের সেরা ছন্দ খুঁজে নেওয়ার।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর