ভারতীয় ক্রিকেট টিমের বোলিং কোচ হবেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার, ইচ্ছে প্রকাশ করলেন নিজেই!

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhtar) বলেন, ‘যদি আমাকে অফার দেওয়া হয়, তাহলে ভারতীয় দলের (Indian Team) বোলিং কোচ হতে আমার কোন সমস্যা নেই। আর আমি ভারতের যদি আরও বেশি আক্রমনাত্বক এবং দ্রুত গতির বোলার তৈরি করতে পারি।” আখতার এই কথা সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ হ্যালোর মাধ্যমে বলেন। আখতারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কি আগামী দিনে ভারতীয় দলের বোলিং কোচ হওয়ার ইচ্ছে রাখেন? তখন আখতার এই জবাব দেন।

Shoaib Akhtar

আখতার বলেন, ‘আমি নিশ্চিত রুপে এই কাজ করতে চাই। আমার কাজ হল জ্ঞান বিতরণ করা। আমি যা শিখেছি, সেটা অন্যদের শেখাতে আমার কোন সমস্যা নেই।” ক্রিকেটে সবথেকে দ্রুত গতির বোলারদের মধ্যে নাম লেখান পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার বলেন, ‘আমি বর্তমান বোলারদের তুলনায় আরও বেশি আক্রমনাত্বক, দ্রুত আর ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানানো বোলার তৈরি করব। আমার হাতে তৈরি বোলার ব্যাটসম্যানদের কড়া চ্যালেঞ্জের মধ্যে ফেলবে।”

উনি এও বলেন, আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স (KKR) এর কোচ হতে চান। আপনাদের জানিয়ে দিই, ২০০৮ সালে আইপিএলে কলকাতার হয়ে খেলেছিলেন শোয়েব আখতার। উনি ১৯৯৮ এর সিরিজে বিশ্বের মহান ব্যাটসম্যানদের মধ্যে এখন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্দুলকরের কথাও তোলেন।

সচিনের কথা উল্লেখ করে উনি বলেন, ‘আমি সচিনকে দেখেছিলাম, কিন্তু জানতাম না যে ভারতে সচিনের এত নাম। চেন্নাইতে আমি জানতে পারলাম যে, সচিনকে ভারতে ভগবান রুপে দেখে ক্রিকেট প্রেমীরা।”


Koushik Dutta

সম্পর্কিত খবর