সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন শোয়েব, বাদ লারা-সৌরভ-বিরাট

বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেটপ্রেমীদের অনেকেই ভীষনরকম আগ্রহী, প্রাক্তন ক্রিকেটারদের পছন্দের সেরা একাদশ সম্পর্কে জানতে। ইতিমধ্যেই শেন ওয়ার্ন, অযালিস্টার কুক সহ অনেকেই বেছে নিয়েছেন নিজেদের পছন্দের একাদশ। এবার সেই তালিকায় নাম লেখালেন শোয়েব আখতারও।

নিজের প্রিয় একাদশের ওপেনার হিসাবে শোয়েব বেছে নিয়েছেন গর্ডন গ্রিনিজ এবং শচীন টেন্ডুলকারকে। তিন নম্বরে স্থান পেয়েছেন পাকিস্তানের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান ইনজামাম উল হক। তারা একাদশের চতুর্থ খেলোয়াড় হিসেবে শোয়েব বেছে নিয়েছেন পাকিস্তানি ওপেনার সঈদ আনোয়ারকে। এ নিয়ে অবশ্যই প্রশ্ন হতে পারে কারণ একদিকে যেমন বাদ পড়ে গিয়েছেন ব্রায়ান লারা, রিকি পন্টিং তেমনই বাদ পড়ে গিয়েছেন বিরাট কোহলিও। এরা প্রত্যেকেই মিডল অর্ডারের খেলোয়াড়, কিন্তু আনোয়ার মূলত খেলতেন উপরের দিকে।

দলের উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে মহেন্দ্র সিংহ ধোনিকে বেছে নিয়েছেন শোয়েব, আবার তার দলের ষষ্ঠ স্থানে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। অর্থাৎ কার্যত দুজন উইকেটকিপার রেখেছেন তিনি। অন্যদিকে দলের অলরাউন্ডার হিসেবে রয়েছেন যুবরাজ সিংহ। তাকে অবশ্য সাত নম্বরে রেখেছেন শোয়েব। এছাড়া শোয়েবের দলের চার বোলার নিয়ে অবশ্য সন্দেহের কোন জায়গা নেই কপিল দেব, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস এবং শেন ওয়ার্নকে এই দলে স্থান দিয়েছেন তিনি।

 

Shoaib Akhtar

শোয়েব আখতারের একাদশ:

গর্ডন গ্রিনিজ, শচীন টেন্ডুলকার, ইনজামাম-উল-হক, সাঈদ আনোয়ার, মহেন্দ্র সিং ধোনি, অ্যাডাম গিলক্রিস্ট, যুবরাজ সিং, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, কপিল দেব এবং শেন ওয়ার্ন।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর