ভাইরাল ভিডিওঃ ৪৬ বছর বয়সে ফের ক্রিকেটের ময়দানে ফিরে এলেন স্পিড স্টার শোয়েব আখতার

বাংলা হান্ট ডেস্কঃ তার অসাধারন গতির কথা ভাবলে এখনো ভয়ংকর দিনগুলো মনে পড়ে যায় বিশ্বব্যাপী ব্যাটারদের। বিশ্ব ক্রিকেটে এই গতি দানব যে শুধুমাত্র উইকেট শিকার করেছেন তাই নয়। রীতিমতো চরম আহত করেছেন একাধিক ব্যাটসম্যানকে। যে ব্রায়ান লারার শরীরের কাছাকাছি বল পৌঁছাতে পারতো না, এমনটাই জনশ্রুতি ছিল তাকেও গতিতে পরাস্ত করে আহত করেছিলেন শোয়েব আখতার। এছাড়া সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার তো ছিলেনই।

এবার ৪৬ বছর বয়সে ফের একবার ক্রিকেট মাঠে কামব্যাক করতে দেখা গেল বিশ্ব ক্রিকেটের সবথেকে দ্রুতগতির বোলারকে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বলে এখনও সেই গতি আছে কিনা তা হয়তো বলতে পারবেন সামনে থাকা ব্যাটসম্যানই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বোলিং অ্যাকশনে কোন পরিবর্তন হয়নি শোয়েবের। ভিডিওটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন এই গতি তারকা।

আসলে ইসলামাবাদ ক্রিকেট ক্লাবের নতুন মাঠে বোলিং প্র্যাকটিস করতে দেখা যায় আখতারকে। ফের একবার তার গতি মনে করিয়ে দিল পুরনো দিনগুলোর কথা। এবারও দেখা গেল আখতারকে খেলতে গিয়ে বল প্যাডে লাগালেন ব্যাটার। আম্পায়ারের কাছে এলবিডব্লিউর আবেদন করতেও দেখা গেল শোয়েবকে। যদিও তার আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কিছুদিন আগেই অল স্টার ক্রিকেট টুর্ণামেন্টে দেখা গিয়েছিল শোয়েব আখতারকে। সেবারও গতিতে জ্যাক ক্যালিসের মত ব্যাটম্যানের ঘুম উড়িয়ে দিয়েছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

https://www.instagram.com/p/CUqVqGUgOPL/?utm_medium=copy_link

দেশের হয়ে মোট ৪৬ টি টেস্ট, ১৬৩ টি একদিনের ম্যাচ এবং ১৫ টি টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব। টেস্টে তার শিকার ১৭৮ টি উইকেট। একইসঙ্গে ওয়ানডেতে ২৪৭ টি এবং টি-টোয়েন্টিতে ১৯ টি শিকার করেছিলেন এই বোলার। এছাড়া রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ ভারতেও আইপিএল খেলেছেন কেকেআরের হয়ে। সৌরভের নেতৃত্বে সেবারও একাধিক ম্যাচ একহাতে ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। এখন শোয়েবকে মূলত দেখা যায় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ক্রিকেট নিয়ে কথা বলতে। তবে বল হাতে এখনও যে তিনি ত্রাস তো ফের একবার প্রমান করলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

 

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর