স্বাধীনতা দিবসের আগের রাতে নদিয়ায় এলাপাথাড়ি গুলি! মহিলা-শিশু সহ জখম ১৫

বাংলা হান্ট ডেস্কঃ ১৫ই আগস্টের আগের রাতে নদিয়া (Nadia) শিউরে ওঠার মতো ঘটনা। নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস (Congress) সমর্থকদের বাড়ি ঘিরে চলল এলোপাাথাড়ি গুলি। সূত্রের খবর ভয়াবহ এই ঘটনায় মহিলা এবং শিশু-সহ অন্তত ১৫ জন জখম হয়েছেন। ভয়ে কাঁটা এলাকাবাসী।

ঘটনায় অশান্তির আগুন জ্বলেছে নদিয়া। আক্রান্তদের অভিযোগ, তৃণমূলের (Trinamool Congress) আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার নাকাশিপাড়ার গোবিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

   

অভিযোগ, গতকাল রাতে আচমকাই কংগ্রেস সমর্থকদের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। দুষ্কৃতীদের আক্রমণের হাত থেকে বাদ যায়নি মহিলা, শিশু, বৃদ্ধ কেউই। আহত ৩ শিশুও। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নাকাশিপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ৫ জনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয়।

আরও পড়ুন: কপাল খুলছে দেশবাসীর! স্বাধীনতা দিবসের দিনই টাকা দেওয়ার ঘোষণা মোদীর, কারা কত পাবেন?

স্থানীয়রাদের কথায়, যখন দুষ্কৃতীরা এলাপাথাড়ি গুলি চালাচ্ছিল তখন তারাই প্রথম বাঁধা দেন। সকলে একসঙ্গে রুখে দাঁড়ালে ভয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় তোলপাড়! ৭ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর: আবহাওয়ার খবর

tmc congress

ঘটনা প্রসঙ্গে নদিয়া জেলা কংগ্রেস সভাপতি অসীম সাহার বক্তব্য, ‘‘পঞ্চায়েতে কংগ্রেসকে সমর্থন করার জন্য গ্রামের অর্ধেক বাড়িতে অবাধে গুলি চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ১৫ জন আহত। পুলিশও উপযুক্ত কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।’’ তিনি আরও বলেন, আক্রান্তরা আগে তৃণমূল করতেন। পরে কংগ্রেসে যোগ দেন। সেই ক্ষোভ থেকেই আক্রমণ করা হয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর