ভরদুপুরে এলোপাথাড়ি গুলি পার্ক সার্কাসে, মৃত এক পুলিশকর্মী সহ দুই! আহত এক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : প্রকাশ্য দিবালোকে গুলি চলল পার্ক সার্কাসে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। নিহত হয়েছেন এক পুলিশকর্মীও। আত্মঘাতী গুলি চালিয়েই নিহত হন তিনি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ নিহত পুলিশকর্মী স্বয়ংক্রিয় এসএলআর থেকে গুলি চালিয়েছেন।

বাংলাদেশ হাইকমিশনারের সামনে কর্তব্যরত ছিলেন ওই পুলিশকর্মী। একাধিক গুলি চালানো হয়েছে। ১০ থেকে ১৫ রাউণ্ড গুলি চালানো হয়। অ্যাপ বাইকে করে আসছিলেন ওই মহিলা। গুলি লাগতেই পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অ্যাপ নির্ভর বাইক চালকের পিঠেও লাগে গুলি।

ওই চালক হাসপাতালে চিকিৎসাধীন। জানা যাচ্ছে একাধিক গাড়ি লক্ষ্য করেও গুলি চালান পুলিশকর্মী। মৃত মহিলা বা ওই পুলিশ কর্মীর পরিচয় এখন জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিরাট পুলিশ বাহিনী। উপস্থিত আছেন একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকও।

X