দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় সফলতা পেল সেনা

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ কাশ্মীরে শোপিয়ান জেলায় শুক্রবার সন্ধ্যেয় সেনা অভিযান চালিয়ে দুই জঙ্গিকে নিকেশ করে। এই অপারেশনে সেনার দুই জওয়ান আহত হন। এখনো পর্যন্ত সেনার অভিযান চলছে বলে জানা গিয়েছে। সতর্কতার জন্য গোটা জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

ইমাম সাহিব কনিগাম গ্রামে শুক্রবার জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়ার পর সেনা গোটা এলাকা ঘিরে নেয়। নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দেখে লুকিয়ে থাকা জঙ্গিরা সেনার উপর ফায়ারিং শুরু করে দেয়। এরপরই সেনা জঙ্গিদের পাল্টা জবাব দেয়।

কিছুক্ষণ ফায়ারিং চলার পর অপরদিকে ফায়ারিং বন্ধ হয়ে যায়। এরপর সেনা সমস্ত প্রবেশ দ্বার সিল করে দেয়। যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে সেইজন্য ফ্লাড লাইট লাগিয়ে দেয়। রাতে জঙ্গিরা পালানোর চেষ্টা করে। এরপর আবারও ফায়ারিং শুরু হয়। তখন সেনা গুলিতে এক জঙ্গি নিকেশ হয়।

সুত্র থেকে জানা যায় যে, মৃত জঙ্গি আল-বদরের সদস্য ছিল। এরপর শনিবার সকালে আবারও ফায়ারিং শুরু হয়। আর এই ফায়ারিংয়ে সেনা আরও এক জঙ্গিকে নিকেশ করে। মৃত জঙ্গিদের এখনো সনাক্ত করা যায়নি।

 


Koushik Dutta

সম্পর্কিত খবর