একই সঙ্গে শ্রেয়া-শান-শান্তনু, তুমুল ভাইরাল তিন মহারথীর লাইভ গানের আড্ডা

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড গায়িকাদের মধ‍্যে মিষ্টি গলার অধিকারিণীদের তালিকায় অবধারিত ভাবে প্রথম দিকেই নাম থাকবে শ্রেয়া ঘোষালের (Shreya ghoshal)। এই বঙ্গকন‍্যার মধুর কণ্ঠস্বরের ভক্ত সবাই। মিষ্টি গলার পাশপাশি তাঁর ব্যবহারও তেমনই মিষ্টি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। নিজের ও পরিবারের ছবি ছাড়াও প্রায়ই তাঁর গানের ভিডিয়োও শেয়ার করেন শ্রেয়া।


অপরদিকে জনপ্রিয় পরিচালক শান্তনু মৈত্রের (shantanu maitra) কথা তো সকলেই জানেন। হিন্দি ও বাংলা গানে সঙ্গীত পরিচালনার পাশাপাশি জনপ্রিয় রিয়েলিটি শো সা রে গা মা পার মঞ্চে বিচারক হিসাবেও দেখা যায় তাঁকে। বলিউড প্লেব‍্যাকের জগতে শানও (shaan) রয়েছেন দীর্ঘদিন ধরে।
এই তিন মহারথী যদি একসঙ্গে গানের লড়াইয়ে যোগ দেন ভাবুন তো বিষয়টা কেমন হবে‌। এমনই এক গানের ভিডিয়ো অনুরাগীদের জন্য শেয়ার করেছেন তিনি। শ্রেয়া ঘোষালের ফ‍্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে একটি লাইভ গানের আড্ডার বন্দোবস্ত করেছিলেন শ্রেয়া। সেখানেই তাঁর সঙ্গে যোগ দেন শান ও শান্তনু মৈত্র। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ‘একলা চলো রে’ গানটি গেয়ে শোনান শ্রেয়া। এই ভিডিও রীতিমতো ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

https://youtu.be/y_-ql2evWxg

বলিউডে প্রথম সারির গায়িকাদের মধ্যে অন্যতম শ্রেয়া ঘোষাল। রিয়েলিটি শো থেকে তাঁর যাত্রা শুরু। তারপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট গান তিনি উপহার দিয়ে গিয়েছেন সঙ্গীত প্রিয় মানুষদের। ইতিমধ্যেই  ১০০র ও বেশি গান গেয়ে ফেলেছেন তিনি। শুধু হিন্দি নয়, বাংলা, গুজরাতি, কন্নড়, মালয়ালম সহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন শ্রেয়া।

সম্পর্কিত খবর

X