একসঙ্গে বহু সুপারহিট গান, এবার বন্ধুত্ব ভেঙে খান খান! এই সামান্য কারণেই বিবাদ শ্রেয়া-সোনুর

বাংলাহান্ট ডেস্ক : শ্রেয়া-সোনু (Shreya-Sonu) দুজনেই বলিউডের প্রথম সারির সঙ্গীতশিল্পী। এক সময় সোনু নিগম সঞ্চালিত রিয়েলিটি শোয়ের হাত ধরেই উত্থান হয়েছিল তরুণী শ্রেয়া ঘোষালের। পরবর্তীতে একসঙ্গে বহু গান উপহার দিয়েছেন দুজনে। তাঁদের ঝুলিতে এমন কোনো গান নেই যা হিট হয়নি। শ্রেয়া-সোনু (Shreya-Sonu) জুটি মানেই সুপারহিট। ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম রত্ন তাঁরা।

ক্যামেরার সামনেই ঝগড়ায় জড়ালেন শ্রেয়া-সোনু (Shreya-Sonu)

শ্রেয়া-সোনু (Shreya-Sonu) জুটির বন্ধুত্বও দীর্ঘদিনের। পেশাগত সম্পর্ক থেকে উপরে উঠে খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন তাঁরা পরস্পরের। বিভিন্ন রিয়েলিটি শো থেকে গানের মঞ্চেও তাঁদের রসায়ন থাকে নজরকাড়া। কিন্তু এবার তাঁদের এক অন্য দিক দেখল দর্শকরা। ক্যামেরার সামনেই প্রকাশ্যে ঝগড়ায় জড়িয়ে পড়লেন শ্রেয়া-সোনু (Shreya-Sonu)। কাণ্ড দেখে অবাক দর্শকরা।

আরো পড়ুন : সূর্যমুখীর গল্প শুনবে গোটা বিশ্ব! নেট পাড়া কাঁপিয়ে এবার অস্কারে এন্ট্রি নিতে চলেছে দীপক-ফুল

ঠিক কী হয়েছে

ব্যাপারটা খোলসা করেই বলা যাক। সম্প্রতি ‘কউন বনেগা ক্রোড়পতি’ শো তে এসেছিলেন শ্রেয়া-সোনু (Shreya-Sonu)। সেখানেই হঠাৎ ঘটে গণ্ডগোল। সঞ্চালক অমিতাভ বচ্চনের সামনেই বিবাদে জড়িয়ে পড়েন তাঁরা। অবাক করা বিষয় হল, অত্যন্ত সামান্য কারণেই ঝগড়ায় জড়ান শ্রেয়া-সোনু (Shreya-Sonu)। কারণটা আর কিছুই নয়, ফুচকা!

আরো পড়ুন : বিয়ে ঠিক হলেও অন্য নায়িকার বেডরুমে নৈশ অভিসার! হাতেনাতে ধরা পড়েন সলমন

সোনুর কথায় আপত্তি শ্রেয়ার

আসলে শোয়ের মাঝে আড্ডা দিতে দিতে সোনু জানান, পানিপুরির প্রতি তিনি খুবই দুর্বল। আর তখনই শ্রেয়া বলে ওঠেন, পানিপুরির থেকেও ফুচকা অনেক এগিয়ে। ব্যস লেগে যায় ঝগড়া। অমিতাভ অবশ্য মধ্যস্থতা করে বলেন, ফুচকা হোক বা পানিপুরি। জিনিসটা একই, শুধু নাম আলাদা।

Shreya-Sonu

সোনু অবশ্য মানতে নারাজ। তিনি এরপর বলেন, শুধু নামে নয়। পানিপুরি, ফুচকা, গোলগাপ্পা স্বাদেও আলাদা। তবে সোনু যাই বলুন না কেন, শ্রেয়া নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন যে ফুচকাই শ্রেষ্ঠ। তবে শ্রেয়া-সোনুর (Shreya-Sonu) এই খুনসুটি দর্শকরা বেশ উপভোগ করেছেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর