বিরাট সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা! বিশ্বকাপে দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না এই ক্রিকেটারকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপে (2023 ODI World Cup) আজ খাতায়-কলমে দুর্বল আফগানিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন দল কিছুটা চাপে রয়েছে। ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা ওপেনার শুভমান গিল ডেঙ্গুর শিকার হয়ে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে। তাকে ছাড়া ভারতের টপ অর্ডার অসহায় আত্মসমর্পণ করেছিল অস্ট্রেলিয়ার দুর্দান্ত পেস বোলিংয়ের সামনে। বিশেষ করে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) যেভাবে নিজের উইকেট ছুঁড়ে এসেছিলেন তা নিয়ে অনেকেই সন্তুষ্ট নন।

সূত্র জানা গিয়েছে যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের একটা অংশ সূর্যকুমার যাদবকে শ্রেয়স আইয়ারের জায়গায় মাঠে নামাতে আগ্রহী। তবে সূর্যের ভূমিকাটা শ্রেয়সের মতো হবে না। এই পরিবর্তন হলে লোকেশ রাহুল ৪ নম্বরে উঠে আসবেন। হার্দিক পান্ডিয়ার ব্যাটিং করবেন ৫ নম্বরে। সূর্যকুমার নামবেন ম্যাচ ফিনিশ করতে ৬ নম্বরে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিছুদিন আগেই হওয়া ওডিআই সিরিজে ওডিআই ফরম্যাটে ছন্দ খুঁজে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন স্কাই। এই বিশ্বকাপের এখনো অবধি যা ট্রেন্ড, তাতে একজন দক্ষ ফিনিশারের দলে থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় বলেই মনে হচ্ছে। সূর্যকুমার যদি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন তাহলে ভারত অত্যন্ত লাভবান হবে।

surya kl

আরও পড়ুন: বিশ্বকাপে মাঠে নামাই অনিশ্চিত শুভমান গিলের! কোথায়, কি করতে গিয়ে মশার কামড় খেয়েছিলেন তিনি?

তবে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেই এই পরিবর্তন আসতে চলেছে এমনটা অনেকেই মনে করছেন না। এই ম্যাচ হয়তো শ্রেয়স আইয়ারের কাছে একটা শেষ সুযোগ হবে নিজেকে দলে টিকিয়ে রাখার। রশিদ খানদের বিরুদ্ধে ব্যর্থ হলে শ্রেয়স বাদ পড়বেন। কারণ তাকে যে ভূমিকাটা পালনের জন্য ভারতীয় দলে রাখা হচ্ছে সেই ভূমিকা পালন করার মতো ক্ষমতা হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল, ঈশান কিষাণদের রয়েছে।

আরও পড়ুন: আফগান বধ করে বলেছিলেন সেমি খেলবেনই! ইংল্যান্ড যেন বাংলাদেশকে নামালো বাস্তবের মাটিতে

সূর্যকুমারের ক্ষেত্রে পরিস্থিতিটা একরকম নয়। হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে গতবছর মাঠে ফেরার পর থেকে এখনো নিজের ব্যাটিং ভঙ্গি বদলে ফেলেছেন। তাকে এখন আর শুধু ফিনিশার হিসেবে দেখা উচিত না। রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। ভারতীয় দলের একজন ভরসাযোগ্য ফিনিশারের প্রয়োজন। আফগানিস্তানের বিরুদ্ধে না হলেও ভবিষ্যতে পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতন প্রতিপক্ষের বিরুদ্ধে দলে ওই ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর