বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের এশিয়া কাপের জন্য যখন টিম ইন্ডিয়া ঘোষণা করা হয়, তখন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) সেখানে স্থান পাননি। নির্বাচকদের এই সিদ্ধান্ত অবাক করে দিয়েছিল ক্রিকেট অনুরাগীদের। শ্রেয়স ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করেছিলেন এবং IPL-এও করেন ৬০০-রও বেশি রান। তারপরেও তাঁকে দল থেকে বাইরে রাখা হয়েছিল। এমতাবস্থায়, নির্বাচকদের এহেন সিদ্ধান্ত তুমুল সমালোচিত হলেও এবার ভারতের এই তারকা খেলোয়াড় সম্পর্কে বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার।
বড়সড় সুসংবাদ পেতে পারেন শ্রেয়স (Shreyas Iyer):
উল্লেখ্য যে, ২০২৫ সালের এশিয়া কাপ থেকে বাদ পড়া শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। কিন্তু, এবার তাঁর কপাল খুলতে চলেছে বলেই অনুমান করা হচ্ছে। আগামী সপ্তাহে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া এ দল। এই সফরে ২ টি লাল বলের ম্যাচ ছাড়াও সাদা বলের ম্যাচও সম্পন্ন হবে। ওই সিরিজে, আইয়ার কেবল দলে জায়গাই পাবেন না, বরং একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও পাবেন বলে আশা করা হচ্ছে।
🚨 SHREYAS IYER AS CAPTAIN OF INDIA A 🚨
– Shreyas Iyer is likely to get a prominent role in India A team, Captaincy or otherwise against Australia A in the next month. (Cricbuzz). pic.twitter.com/DjboHpzT9T
— Tanuj (@ImTanujSingh) September 6, 2025
ইতিমধ্যেই ক্রিকবাজ তাদের প্রতিবেদনে দাবি করেছে যে শ্রেয়সকে (Shreyas Iyer) এবার ভারত এ দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। উল্লেখ্য যে, BCCI এখনও অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সিরিজের জন্য ভারত এ দলের নাম ঘোষণা করেনি। জানা গিয়েছে যে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে হতে পারে দল ঘোষণা। এমতাবস্থায়, দলের ঘোষণার পর আইয়ারকে কোন ভূমিকায় রাখা হয় সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন: এশিয়া কাপে ভারতের মুখোমুখি হওয়ার আগে শোচনীয় অবস্থা পাকিস্তানের! ঝড় তুলতে প্রস্তুত টিম ইন্ডিয়া
ক্রিকবাজের সঙ্গে কথা বলতে গিয়ে BCCI- এর একটি সূত্র জানিয়েছে, “শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ভারত এ দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে লাল বলের ম্যাচে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্তু এখন তিনি দলীপ ট্রফির সেমিফাইনাল খেলছেন। লাল বলের সিরিজের জন্য তাঁকে ভারত এ দলের অধিনায়ক করা হতে পারে।”
শ্রেয়স আইয়ার এখন কোথায় খেলছেন: উল্লেখ্য যে, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বর্তমানে বেঙ্গালুরুতে ওয়েস্ট জোনের হয়ে দলীপ ট্রফি খেলছেন। যদিও সেমিফাইনাল ২-এর প্রথম ইনিংসে আইয়ারের ইনিংস মাত্র ২৫ রানে শেষ হয়েছিল। কিন্তু এই বিষয়টি নির্বাচকদের কাছে আর কোনও দিচ্ছে না। বরং, IPL এবং তার আগের আন্তর্জাতিক ম্যাচে শ্রেয়সের পারফরম্যান্স তাঁকে এগিয়ে রেখেছে।
পরবর্তী অধিনায়ক হওয়ার জন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী: জানিয়ে রাখি যে, সম্প্রতি এমন খবরও সামনে এসেছে যে ২০২৭ সালের ODI বিশ্বকাপের আগে আইয়ার (Shreyas Iyer) কেবল মূল দলে ফিরবেন না, বরং তাঁকে আরও বড় ভূমিকাও দেওয়া হতে পারে। টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে স্থিতিশীলতা এবং মাঠে বুদ্ধিমান নেতৃত্ব উভয়ই প্রয়োজন। আইয়ারের এই দু’টি গুণই আছে। অর্থাৎ, তিনি পরবর্তী অধিনায়ক হওয়ার ক্ষেত্রেও অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।
অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে ম্যাচের সূচি:
* প্রথম চার দিনের ম্যাচ (১৬-১৯ সেপ্টেম্বর): লখনউ
* দ্বিতীয় চার দিনের ম্যাচ (২৩-২৬ সেপ্টেম্বর): লখনউ
* প্রথম ODI (৩০ সেপ্টেম্বর): কানপুর
* দ্বিতীয় ODI (৩ অক্টোবর): কানপুর
* তৃতীয় ODI (৫ অক্টোবর): কানপুর