“বাজে ভাবে আউট হয়েছি, পরের ম্যাচে সেঞ্চুরি করবো”, জানিয়ে দিলেন শ্রেয়স আইয়ার

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও এক ম্যাচ বাকি থাকতেই ওডিআই সিরিজ জিতে নিয়েছে ভারত। এটি ছিল ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা ১২তম সিরিজ জয়। চলতি সিরিজে যে ভারতীয় প্লেয়ার সবচেয়ে বেশি ধারাবাহিকতা দেখাতে পেরেছেন নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে তিনি হলেন শ্রেয়স আইয়ার। ইংল্যান্ড সফরের উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেননি তিনি। কিন্তু বড় বড় তারকাদের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সফরে তিনিই সবচেয়ে ধারাবাহিক।

প্রথম ম্যাচে ৫৭ বলে ৫৪ রান করার পর দ্বিতীয় ম্যাচে ৭১ বল খেলে ৬৩ রান করেন শ্রেয়স। শেষ ৮ ম্যাচে এটি ছিল তার সপ্তম অর্ধশতরান। এটি ছিল শ্রেয়স আইয়ারের ওয়ান ডে কেরিয়ারের ২৬ তম ম্যাচ। নিচের ২৬ টি ম্যাচে ১২বার অর্ধশতরানের গন্ডি অতিক্রম করেছেন। এই ফরম্যাটে তিনি যে কতটা ধারাবাহিকতা বোঝানোর জন্য এই পরিসংখ্যানই যথেষ্ট।

ইতিমধ্যেই নিজের ওডিআই কেরিয়ারে হাজার রানের গন্ডি দিয়ে অতিক্রম করে ফেলেছেন শ্রেয়স। খুব কম ভারতীয় ক্রিকেটার ই এত তাড়াতাড়ি ওয়ানডে কেরিয়ারে হাজার রানের গণ্ডি অতিক্রম করেছেন। শ্রেয়াস এখন নিজের ক্যারিয়ারের এমন জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে তাকে পুরোপুরি তরুণ বলা যায় না আবার অভিজ্ঞতার দলেও পুরোপুরি ফেলা যায় না। নিঃসন্দেহে তিনি ভবিষ্যতে ভারতীয় দলকে আরও এগিয়ে নেওয়ার যাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

নিজের গত ম্যাচে আউট হবার ধরন নিয়ে নিজেই সন্তুষ্ট নন শ্রেয়স। তিনি বলেছেন, “আমি যেভাবে আউট হয়েছি তা একেবারেই মেনে নেওয়া যায় না। আমি ভেবেছিলাম নিচে শেষ অবধি থেকে দলের জয় নিশ্চিত করে আসবো কিন্তু তা করতে পারিনি।আশা করছি পরের ম্যাচে আমি একটা শতরান করতে পারব।” প্রসঙ্গত গত ম্যাচে শ্রেয়স, ক্যারিবিয়ান বোলার আলঝারি জোসেফের বল ফ্রন্টফুটে ক্লিক করতে গিয়ে উইকেট এর সামনে এলবিডব্লিউ আউট হন।

X