হার্দিক-জাদেজায় নেই ভরসা! রোহিতের পর অধিনায়ক হিসেবে বোর্ডের পছন্দ ছিল শ্রেয়স, কিন্তু….

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের অন্যতম মেগা টুর্নামেন্ট T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) কাউন্টডাউন। পাশাপাশি, হয়ে গিয়েছে ভারতের দল ঘোষণাও। যেখানে দেখা গিয়েছে রোহিত শর্মার অধিনায়কত্বে T20 বিশ্বকাপের লড়াইতে নামবে ভারতীয় দল (India National Cricket Team)। পাশাপাশি, সহ অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া। যদিও, একটি প্রশ্ন ক্রমশ উঠে আসছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেটির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে জোর চর্চা। মূলত, রোহিত শর্মার পর ভারতীয় দলের অধিনায়ক হিসেবে কে উঠে আসবেন তা নিয়েই চলছে জল্পনা।

এমতাবস্থায়, অনেকেই এই দৌড়ে জশপ্রীত বুমরাহকে চাইলেও তাঁকে পেছনে ফেলে অধিনায়ক হওয়ার জন্য এগিয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া। ঠিক এই আবহেই এবার একটি বড় তথ্য সামনে আনলেন প্রাক্তন জাতীয় নির্বাচক এমএসকে প্রসাদ। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, বোর্ড ভারতীয় দলের অধিনায়ক হওয়ার ক্ষেত্রে হার্দিক পান্ডিয়া কিংবা রবীন্দ্র জাদেজার কাউকেই ভাবেনি। বরং, বিরাট-রোহিতের পর অধিনায়ক হিসেবে তাঁদের প্রথম পছন্দ ছিল শ্রেয়স আইয়ার। কিন্তু, পারফরম্যান্স এবং চোটের কারণে অধিনায়ক হওয়ার দৌড় থেকে ক্রমশ পিছিয়ে পড়েন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই চলতি বছরে বারংবার বিতর্কে জড়িয়েছে শ্রেয়স আইয়ারের নাম। শুধু তাই নয়, বোর্ডের নির্দেশ সত্বেও রঞ্জি ট্রফিতে না খেলার জন্য BCCI-এর যুক্তি থেকে বাদ পড়েছেন তিনি। এদিকে, চলতি মরশুমের IPL-এও তাঁর খুব একটা ভালো পারফরম্যান্স নেই। এখনও পর্যন্ত খেলা ১০ টি ম্যাচে তিনি করেছেন ২৫৭ রান। তবে, অধিনায়ক হিসেবে তিনি যে সফল তা আর বলার অপেক্ষা রাখে না। পয়েন্ট টেবিলের দিকে তাকালেই বোঝা যাবে যে ১০ টি ম্যাচের মধ্যে ৭ টিতে জিতেই বর্তমানে KKR রয়েছে দ্বিতীয় স্থানে।

Shreyas Iyer was the board's choice as captain after Rohit.

কি জানিয়েছেন প্রাক্তন জাতীয় নির্বাচক: শ্রেয়সের অধিনায়ক হওয়ার বিষয়ে প্রসাদ জানিয়েছেন, “অধিনায়ক হিসেবে হার্দিক বা জাদেজার পরিবর্তে আমরা শ্রেয়সকে বেশি গুরুত্ব দিয়ে তৈরি করার চেষ্টা করেছিলাম। কারণ শ্রেয়স একটা পদ্ধতির মধ্য দিয়ে এসেছিল। পাশাপাশি, শ্রেয়স ইন্ডিয়া ‘এ’ দলকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে অধিকাংশ সিরিজ জিতিয়েছিল। তাই, ওর মধ্যে সেই দক্ষতা থাকায় বিরাট-রোহিতের পরবর্তী অধিনায়ক হিসেবে ওকেই বেছে নেওয়া হয়।”

আরও পড়ুন: BCCI-র মোক্ষম চাল, চরম সুখবর KKR-র জন্য! প্লে-অফে আর রইল না বাধা

এছাড়াও তিনি আরও জানান, “এমনকি, ঋষভ পন্থের আগেই শ্রেয়সকে বেছে নেওয়া হয়েছিল। শ্রেয়সের সবথেকে সৌভাগ্যের বিষয় হল, যখন দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং ছিলেন, সেই সময় ও দিল্লি দলের অধিনায়ক হওয়ার সুযোগ পায়। যার ফলে ও পন্টিংয়ের থেকেও অনেক কিছু শিখতে পেরেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত পন্থ চলে আসায়, শ্রেয়সকে দিল্লি বেশিদিন ধরে অধিনায়ক পদে রাখেনি। যদিও, শ্রেয়স কলকাতায় অধিনায়ক হিসেবে খেলতে এসে বুদ্ধিমানের কাজ করেছে।”

আরও পড়ুন: ৮০০-র বদলে ৫০ টাকা! গঙ্গার নিচে মেট্রো চালু হতেই ভাড়া কমাল ক্যাব চালকরাও

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শ্রেয়স আইয়ার ২০২২ সালে কলকাতার দলের সাথে যুক্ত হন। তারপরেই চোটের কারণে নাজেহাল হয়ে পড়েন তিনি। যদিও চলতি মরশুমে টুর্নামেন্টের একদম প্রথম থেকেই অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন করে তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এছাড়াও, দলের অন্যান্য খেলোয়ারদের সাথেও ভালো বোঝাপড়া রয়েছে তাঁর। এমতাবস্থায়, শ্রেয়সের অধিনায়কত্ব পরিলক্ষিত করে প্রাক্তন জাতীয় নির্বাচক জানিয়েছেন, নেতৃত্ব দেওয়ার বিষয়টি যথেষ্ট সাবলীল হচ্ছে আইয়ারের। শুধু তাই নয়, আগামী দু’ থেকে তিন বছরে শ্রেয়সের অধিনায়কত্ব আরও ক্ষুরধার হবে বলে মনে করেছেন তিনি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর